শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নূরানী তা.লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় পাশের হার ৮৮ দশমিক ৭১

ইসমাঈল ইমু: নূরানী তা.লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলফল প্রকাশিত হয়েছে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

চলতি শিক্ষাবর্ষে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী ২০ হাজার ৮২৮ জন। সারাদেশে মোট ১ হাজার ২২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৪৮৫ জন এ প্লাস, ১০ হাজার ৭৬৭ জন এ, ২০১২ জন -এ, ১৫০০ জন- সি, ১৯৬ জন-ডি, অনুত্তীষর্ণ ২৩৫০ জন।

নূরানী তা.লিমুল কুরআন বোর্ড-এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ-সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী।

তিনি বলেন, শিশুশিক্ষা বিস্তারে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ. এর অসমান্য অবদান রয়েছে। তার অসামাপ্ত কাজকে কঠোর সাধনা ও দরদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ বলেন, নূরানী শিক্ষার এ কাজ আমাদের আকবাবির-আসলাফের আমানত। ইখলাস- লিল্লাহিয়াতের সঙ্গে আমাদের এ কাজ করতে হবে।

শুভেচ্ছা বক্তব্যে মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন বলেন, নূরানী শিক্ষার এ অগ্রযাত্রার মূল চালিকা শক্তি প্রশিক্ষকরা। ছাত্র-শিক্ষক, প্রশিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই নূরানীর এ শিক্ষা পরিবার এগিয়ে যাবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলেম মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, নূরানী তালিমুল কুরআন বোর্ডের যুগ্ম-মহাসচিব নুর আহমদ আল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়