শিরোনাম
◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ সিলেটে ফিলিং স্টেশনে আগুন ◈ শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন  ◈ আইনি সহায়তা দিতে ‘পরামর্শ কর্মকর্তা’ নিয়োগ দেবে সরকার ◈ মিঠাপানির ঝিনুকে উৎপাদিত মুক্তার গহনা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর  ◈ কোরবানিতে চাহিদার চেয়ে পশু বেশি: প্রাণিসম্পদ মন্ত্রী ◈ বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য ভারত সকল কার্যক্রম পরিচালনা করছে: মির্জা ফখরুল ◈ ক্যাসিনোহোতা সেলিম প্রধানের প্রার্থিতা বাতিল, দিতে হবে জরিমানা

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়াশার চাদরে রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে

আসিফ কাজল : কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী। আগামী দুদিন কুয়াশার পরিমান আরও বাড়বে আর কমবে তাপমাত্রা। এছাড়াও দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগামী তিন দিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারা দেশে রাতের তাপমাত্রে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমবে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তিন দিনের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, গতকালের চেয়ে আজ ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে। এজন্য শীত অনুভূত হচ্ছে। এটি আগামী দুই/তিন দিন অব্যাহত থাকবে। তবে সূর্যের দেখা মিলবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে।
শৈত্যপ্রবাহের বিষয়ে তিনি বলেন, উত্তর পশ্চিমাঞ্চলে এটির সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়