শিরোনাম
◈ তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব ◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৩ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যাংক-লরি ও পেট্রোলপাম্প মালিকদের ১৫ দফা দাবি বাস্তবায়নে গঠিত হলো ত্রিপক্ষীয় কমিটি

শাহীন চৌধুরী: ট্যাংক-লরি ও পেট্রোলপাম্প মালিক সমিতির ১৫ দফা দাবি পর্যালোচনায় ত্রিপক্ষীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবিগুলো মেনে নিতে জ্বালানি বিভাগ,বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং মালিক পক্ষকে নিয়ে এই কমিটি সুপারিশ করবে। এরমধ্যে কোনও ধরনের আন্দোলনে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মালিক সমিতি।

রাজধানীর বিদ্যুৎ ভবনে রোববার পেট্রোল পাম্প এবং ট্যাংক-লরি মালিক সমিতির বৈঠক শেষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই সিদ্ধান্তের কথা জানান।

অনুষ্ঠানে জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম উপস্থিত ছিলেন।বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, সড়ক বিভাগ এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আমরা সবাই দেশের জন্য কাজ করি। আমরা এমন কোনও কাজ করোব না যাতে দেশের মানুষকে দুর্ভোগে পড়ে। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, মালিক পক্ষ এবং সড়ক বিভাগের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠন করতে হবে।এই কমিটি নিজেরা বৈঠক করবে।তারা ৩১ জানুয়ারি আবার আমাদের কাছে আসবে। কোনও দাবি কীভাবে মানা যায় এসব বিষয় ওই কমিটি নির্ধারণ করবে।

সূত্র জানায়, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধির যে দাবি ছিল তা ইতোমধ্যে মেনে নিয়েছে জ্বালানি বিভাগ।এক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২.২২ টাকা থেকে বাড়িয়ে ৩.২৫ টাকা করার প্রজ্ঞাপন জারির বিষয়টি মন্ত্রণালয় থেকে বিজি প্রেসে পাঠানো হয়েছে।এছাড়া বড় দাবির ক্ষেত্রে বলা হচ্ছে জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করতে হবে। মালিক পক্ষ এই দাবি বৈঠকে উত্থাপন করলে প্রতিমন্ত্রী বলেন, গঠিত কমিটি এর যৌক্তিকতা নির্ধারণ করে সুপারিশ করবে। এরপর সরকার তা বিবেচনা করবে।

এ বিষয়ে সড়ক বিভাগের সচিব বৈঠকে বলেন, আমরা ইতোমধ্যে এই ইজারার হার বর্তমানের চেয়ে ৭৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ রাখার প্রস্তাব করেছি। মন্ত্রিসভা বিষয়টি অনুমোদন করলে এই সুবিধা দেওয়া সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়