শিরোনাম
◈ রোনালদোর গো‌লেও জয় পে‌লো না, হে‌রেই গে‌লো আল নাসর ◈ বিএন‌পি ও জামায়া‌তের চা‌পে আ‌ছি, নির্বাচ‌নে আমরা কোন দল‌কে ভোট দি‌বো? ◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুলাউড়ার ওরুসে অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে হযরত শাহ কালা (র) মাযারে ওরুসের নামে নানা অপকর্মের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ শনিবার রাতে ২ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন।

হযরত শাহ কালা (র) এর ওরুস শুরু হয় গত ১২ ডিসেম্বর থেকে। ওরুসের নামে একটি সংঘবদ্ধ চক্র নানা অপকর্ম শুরু করে। গাঁজা, জুয়া ও ডেঞ্জার গেমের নামে চলছিলো নানা অপকর্ম। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের  পর কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৭ টা থেকে ৯টা পর্যন্ত দু’ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। ওরুস কমিটি ওরুস পরিচালনার জন্য প্রশাসনের কাছ থেকে কোন অনুমোদন নেননি। এসময় ইউএনও ওরুস পরিচালনা কমিটিকে সতর্ক করেন এবং প্রতি বছর প্রশাসনের লিখিত অনুমোদন নেয়ার জন্য নির্দেশ দেন। টাকার বিনিময়ে কেরামবোর্ড খেলার অভিযোগে ২টি বোর্ড ভেঙে আর যাতে খেলা না হয় সে ব্যাপারে সতর্ক করেন। এছাড়া মোটরসাইকেলে ডেঞ্জার গেম খেলার মোটরসাইকেল ও মাইকের মেশিন আটক করেন। ফার্নিচারের অবৈধ দোকানপাটে বিক্রয় মুল্যতালিকা না থাকায় ২৪ ঘন্টার মধ্যে দোকানপাট সরানোর নির্দেশ দেন। সবশেষে অশ্লীল নৃত্য ও গাঁজা বিক্রির স্থানে অভিযান চালানো হয়। ইউএনও’র অভিযানের খবর পেয়ে আগেই সটকে পড়ে এর সাথে জড়িতরা।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, ওরুস ধর্মীয় অনুষ্ঠান। সেখানে শান্তিপ‚র্ণভাবে কর্মস‚চি চলবে। এখানে ধর্মের নামে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সে জন্য অভিযান চালানো হয়। তাছাড়া যেসব জিনিস বৈধ নয়, সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়