শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এম এ হালিম,সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছে মালিকপক্ষ।

সোমবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার এক্স এস ফাস্ট নিটিং নামক তৈরী পোশাক কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর রাত ৫ টার দিকে এক্স এস ফাস্টনিটিং নামক তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।

এসময় আগুনের তিব্রতা বৃদ্ধি পেলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়ায় হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়।এসময় টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে ততোক্ষণে নিটিং কারখানাটির যন্ত্রপাতি ও তৈরি করা সকল পোষাক পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় কারখানার প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন,সিনিয়র ষ্টেশন অফিসার জাহাঙ্গির আলমের নেতৃত্বে আশুলিয়া ও সাভারের মোট পাঁচটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়