শিরোনাম
◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এম এ হালিম,সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছে মালিকপক্ষ।

সোমবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকার এক্স এস ফাস্ট নিটিং নামক তৈরী পোশাক কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোর রাত ৫ টার দিকে এক্স এস ফাস্টনিটিং নামক তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে।

এসময় আগুনের তিব্রতা বৃদ্ধি পেলে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয়ায় হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগ্নি নির্বাপন কাজে যোগ দেয়।এসময় টানা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তবে ততোক্ষণে নিটিং কারখানাটির যন্ত্রপাতি ও তৈরি করা সকল পোষাক পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে আগুনের ঘটনায় কারখানার প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম বলেন,সিনিয়র ষ্টেশন অফিসার জাহাঙ্গির আলমের নেতৃত্বে আশুলিয়া ও সাভারের মোট পাঁচটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানান তিনি। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়