শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার দুপরে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার সকালে এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় জানা, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজের সঙ্গে একই উপজেলার সাতমোড়া শিক্ষিারর পরকীয়া প্রেম চলে আসছিলো। প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ বিদ্যালয়ের পাশে একটি কক্ষে বসবাস করতেন। শুক্রবার সকালে ঔ শিক্ষিকা সঙ্গে দেখা করতে আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ। তিনি বলেন, জরুরি কাজে ওই শিক্ষিকা তার কাছে এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক তাদেরকে আটক করে পুলিশে দেয়।

এই ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরবর্তীদে ব্যাপক জিঞ্জাসাবাদ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়