শিরোনাম
◈ ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার দুপরে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার সকালে এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় জানা, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজের সঙ্গে একই উপজেলার সাতমোড়া শিক্ষিারর পরকীয়া প্রেম চলে আসছিলো। প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ বিদ্যালয়ের পাশে একটি কক্ষে বসবাস করতেন। শুক্রবার সকালে ঔ শিক্ষিকা সঙ্গে দেখা করতে আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ। তিনি বলেন, জরুরি কাজে ওই শিক্ষিকা তার কাছে এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক তাদেরকে আটক করে পুলিশে দেয়।

এই ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরবর্তীদে ব্যাপক জিঞ্জাসাবাদ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়