শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিস জনসনের ‘ক্যাজুয়াল’ আচরণই বৃটিশদের মুগ্ধ করেছে, ফক্স টিভি ও গার্ডিয়ানের দাবি

দেবদুলাল মুন্না: বৃটেনে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে বরিস জনসনের সঙ্গী ছিল ‘পিট’। পিট তার কুকুরের নাম। মাঝে মাঝেই দেখা যায় তিনি তার কোলে থাকা ‘পিট’কে চুম্বন করছেন। ইয়র্কশায়ারের একটি কফিশপেও হঠাৎ ঢুকে কফি খেতে দেখা যায় তাকে। কফি খাচ্ছিলেন দাঁড়িয়ে এবং মজার ব্যাপার তার একটা হাত তখন ছিল পাশে দাঁড়ানো এক রাজনৈতিক সহকর্মীর কাঁধে।

এসব দৃশ্য ফক্স টভিি প্রকাশ করেছে। ফক্স টিভি ও দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, নির্বাচনী প্রচারণার সময়ও বরিস জনসন ছিলেন ‘ক্যাজুয়াল’। এক টেলিভিশন ইন্টারভিউ এড়িয়ে যেতে ফ্রিজের ভেতরে লুকাতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে।

রিপোর্টে বলা হয়, সাধারণ নির্বাচনের একদিন আগে ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার যান জনসন। সেখানে ‘গুড মর্নিং ব্রিটেন’ নামে একটি টিভি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রযোজক জানাথন সোয়াইন প্রধানমন্ত্রী বরিস জনসনকে বলেন, ‘শুভ সকাল প্রধানমন্ত্রী, আপনি কি ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে আসতে চান?’ জনসন ও তার সহকর্মী এসময় প্রকাশ অযোগ্য বিরক্তি সূচক শব্দ ব্যবহার করেন। এমন প্রতিক্রিয়ায় অবাক হন জনাথন ও তার সহকর্মী।

এসময় জনাথন প্রধানমন্ত্রীকে জানান যে, অনুষ্ঠানটি সরাসরি স¤প্রচারিত হচ্ছে। জবাবে জনসন বলেন, ‘আমি এক সেকেন্ডের মধ্যে আসছি।’

এই বলে তিনি সহযোগীকে নিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে জনসন দুধের বোতল ভর্তি একটি ফ্রিজের ভেতর গিয়ে ঢুকেন। তখন পেছন থেকে এক ব্যক্তি চিৎকার দিয়ে বলে, ‘এটা একটা বাঙ্কার।’ পরে জানা যায় সেটি আসলেই একটি ফ্রিজ বাঙ্কার নয়।

অনুষ্ঠানটি যেহেতু লাইভ হচ্ছিল তাই ব্যাপারটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে কনজারভেটিভরা দাবি করেন, দুধের বোতল আনতে ফ্রিজের ভেতর গিয়েছিলেন জনসন, লুকানোর জন্য নয়। জনসনের আগে থেকেই একটি ইন্টারভিউয়ের শিডিউল ছিল, এসময় সেটার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেটা অবশ্য বিশ্বাস করেনি ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠনের উপস্থাপক মরগান। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন আচরণ ভালো দেখায় না। নিজেকে গর্দভ প্রমাণ না করে কিছুক্ষণ কথা বললেই ঝামেলা মিটে যেতো। অনুষ্ঠানের উপস্থাপক মরগানের এ কথা বরিস জনসনের কানে পৌছালে তিনি নির্বাচনের দিন কয়েকটি জায়গায় বলেন, মরগান আমাকে গর্দভ বলেছেন। আমি না উনি গর্দভ সেটা দেখা যাবে নির্বাচনের ফলাফল দেখেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়