সুজন কৈরী : কেরানীগঞ্জে প্লাসিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১০ জনের মরদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হস্তান্তর করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল আওয়াল নিহতদের মরদেহ হস্তান্তর করেন।যার প্রক্রিয়া শেষ হয় রাত সাড়ে ৮টায়।
আব্দুল আওয়াল বলেন, নিহতের দাফনের জন্য পরিবারকে আপাতত ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। আহতদেরও চিকিৎসার জন্য ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
হস্তান্তর করা মরদেহগুলো হলো- কেরানীগঞ্জের মৃত আব্দুর রশিদের ছেলে আলম (৩৫), পিরোজপুর সদরের মৃত নুরুল হকের ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৫), নরসিংদী সদরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বাবলু (২৬), নড়াইল সদরের ইউসুফ বিশ্বাসের ছেলে রায়হান বিশ্বাস (১৬), পটুয়াখালীরর কলাপাড়ার আনছার হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার (১৮), বরিশালের বাকেরগঞ্জের ইব্রাহিম খলিফার ছেলে আব্দুল খালেক (৩৫), মাগুরার সালিথার মোতালেব মোল্লার ছেলে জিনারুল মোল্লা (৩২), জয়পুরহাটের আক্কেলপুরের জসিম মিয়ার ছেলে ওমর ফারুক (৩৭), বরিশাল হিজলার খলিল দেওয়ানের ছেলে সুজন দেওয়ান (১৯), মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়ার হানিফ দেওয়ানের ছেলে ফয়সাল দেওয়ান (২৪)।
তিনি জানান, তিনটি মরদেহের ময়নাতদন্ত না হওয়ায় আগামীকাল শুক্রবার হস্তান্তর করা হবে। এর মধ্যে মাহবুব হোসেনের মরদেহ স্বজনরা শুধু হাতের বেসলেট দেখে শনাক্ত করেন। সেটার ডিএনএ নমুনা আগামীকাল নেয়া হবে। ওমর ফারুক (৩৬) ও মেহেদী হাসানের মরদেহও আগামীকাল ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে।