শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুর দেড়টায় বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম ও সিলেট

মাজহারুল ইসলাম : ৭ দলের অংশগ্রহণে প্রায় দেড় মাসের এই টি-২০ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৪৬টি। আজ দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার এবং পরে সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। প্রতিদিন ২টি করে ম্যাচ হবে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচ। ১৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়েছে বিসিবি। তাই টুর্নামেন্টের সার্বিক ব্যয়ভার বহন করছে তারা। টিম স্পন্সর হিসেবে নেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। তবে বিসিবি তত্ত¡াবধানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স স্পন্সর পায়নি।

আগের আসরগুলোর তুলনায় এবারের বঙ্গবন্ধু বিপিএলে বিদেশি তারকা ক্রিকেটারের উপস্থিতি কম। ষষ্ঠ আসরে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসরা খেলেছিলেন। সে তুলনায় এবারের সপ্তম আসরের ৭ দলের কোনটিতেই বড়ো ক্রিকেটারের নাম নেই। বিদেশি খেলোয়ারদের মধ্যে শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নবী, হার্সেল গিবস, পল নিক্সন, ওয়াইজ শাহ, মার্ক ও ডোনেলরাই এবার বড়ো তারকা। ক্রিস গেইল খেলবেন মাত্র ২ ম্যাচ। ৭ দলের ৬টিরই কোচ বিদেশি। এরই মধ্যে হার্সেল গিবস, পল নিক্সন, ওয়াইজ শাহ, মার্ক, ডোনেল, আন্দ্রে রাসেল ও মোহাম্মদ নবী চলে এসেছেন। অন্যান্যরাও ঠিক সময়ে চলে আসবেন।

সপ্তম আসরে প্রতিটি দলে একজন করে লেগ স্পিনার ও ১৪০ কি.মি. গতিতে বোলিং করা ফাস্ট বোলার রাখার নিয়ম করেছিলো বিসিবি। তবে টুর্নামেন্ট শুরুর আগে সেই নিয়ম কিছুটা শিথিল করা হচ্ছে। তারকাদের উপস্থিতি বিবেচনায় এবারের আসরে কিছুটা ভাটার টান থাকলেও বঙ্গবন্ধু বিপিএল জমে উঠবে বলেই আশা করছেন আয়োজকরা।

এবারের আসরে রংপুর রেঞ্জার্সে মোহাম্মদ নবী, ঢাকার মাশরাফি বিন মর্তুজা, রাজশাহীর আন্দ্রে রাসেল, খুলনার মুশফিকুর রহিম, সিলেট থান্ডারের মোসাদ্দেক হোসেন সৈকত, চট্টগ্রাম চ্যালেঞ্জাসের মাহমুদুল্লাহ রিয়াদ ও কুমিল্লা ওয়ারিয়র্সরের দানুস শানাকা অধিনায়কত্ব করবেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়