শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০২:৩০ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জম্মু ও কাশ্মীরের বাতিল মর্যাদা পুনর্বহাল চায় ফারুক আবদুল্লার দল এনসি

ইমরুল শাহেদ : জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) উর্ধ্বতন নেতা মোস্তফা কামাল বলেছেন, বাতিল ৩৭০ ধারা পুনর্বহাল এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এনসি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না। বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্তৃপক্ষের হাতে আটক জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও এনসি প্রধান ফারুক আবদুল্লাহর ছোট ভাই বলেছেন, জম্মু ও কাশ্মীরের জনগণের স্বার্থের পরিপন্থী কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হবে না ন্যাশনাল কনফারেন্স। তিনি বলেন, ‘তারা জম্মু ও কাশ্মীরের মর্যাদা কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারি না। নতুন দিল্লি আমাদেরকে জাতিতত্ত্ব পরিবর্তনে উদ্বুদ্ধ করছে এবং আমাদেরকে দাসে পরিণত করতে চায়।’ নিউজ

তিনি বলেন, সংবিধানের ৩৭১ অধ্যায়কে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে প্রয়োগের জন্য অনেকেই বলছেন। কিন্তু এনসি তাদের অবস্থান থেকে নড়বে না। মোস্তফা কামাল বলেন, ‘আমরা ৩৭১ অধ্যায় চাই না। যারা চায় তারা নিক। তারা তৃতীয় একটি ফ্রন্টের কথাও বলছে। তারা সেটা চাক। ন্যাশনাল কনফারেন্স অবস্থান পরিবর্তন করবে না।

মোস্তফা কামাল বলেছেন, ৩৭০ অধ্যায় বাতিল করা হয়েছে জম্মু ও কাশ্মীরের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বিলুপ্ত করার জন্য এবং জনসংখ্যা পরিবর্তনের একটি সোপান হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেছেন, তারা কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। সে মামলায় সুপ্রিম কোর্ট অবশ্যই ৩৭০ অধ্যায় বাতিল করাটা অসাংবিধানিক ঘোষণা করবে। এনসি নেতা বলেন, সুপ্রিম কোর্টের ওপর তাদের আস্থা আছে। তিনি বলেন, ‘৩৭০ অধ্যায় জম্মু ও কাশ্মীরের অ্যাসেম্বলির অনুমোদন ছাড়াই বাতিল করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়