শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যম ভালো না থাকলে একটি দেশ ভালো থাকবে না, থাকতে পারে না

 

শেখ আদনান ফাহাদ : দেশের গণমাধ্যম পরিস্থিতি খুব খারাপ। একের পর এক টিভি চ্যানেলের নিউজ সেকশন বন্ধ হয়ে যাচ্ছে। সৎ, নিষ্ঠাবান সাংবাদিকরা চাকরি হারাচ্ছেন। শখ করে যারা টিভি চ্যানেল খুলেছিলেন তারা এখন শখ করেই আবার সাংবাদিক ছাঁটাই করছেন। সাংবাদিকতা না থাকলে, সাংবাদিক রেখে লাভ কী? কেউ সরকারি বিটিভি, কেউ বেসরকারি বিটিভি। শুধু সম্পর্ক ভালো রাখো, উন্নতি হবেই। এতো আনুগত্য কি নিজের বাপের প্রতিও রাখা যায়? এক দুর্যোগকালীন পরিস্থিতি চলছে, এখন দেশের সংবাদমাধ্যম ‘শিল্পে’। পত্রিকাগুলোর অধিকাংশই এখন রেগুলার বেতন-ভাতা দেয় না।

তবে মজার বিষয় হলো, টাউট সাংবাদিকগুলো ঠিকই ভালো আছে। আমিও যে একদিন এই প্রফেশন ছেড়ে চলে এসেছিলাম। তবে আমি খুব ভালো অবস্থায় থেকে ছেড়ে দিয়েছিলাম। অনেকে ছাড়ার আগেই বেকার হয়ে গেছেন। আমাদের সেই মহান শিক্ষকরা কোথায় যারা সারাক্ষণ ক্লাসে বলে বেড়ান, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকের দর্পণ কে হবে স্যার? আপনার নিজের মেয়ে বিয়ে দেবেন একজন সাংবাদিকের কাছে? এক বড় স্যারের কাছে প্রশ্ন রেখেছিলাম, তিনি নিরুত্তর ছিলেন। গণমাধ্যম ভালো না থাকলে একটি দেশ ভালো থাকবে না, থাকতে পারে না। গণমাধ্যম না থাকলে সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়