শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগ দাবায় পুলিশ ক্লাব, সাইফ ও নৌবাহিনী যৌথভাবে শীর্ষে

নিজস্ব প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৯ এর তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশ, গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী পূর্ণ ৬ পয়েন্টে করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে, সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে ও বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার যোবাভা বাদুর, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, মিখাইল মেচডলিশব্যালি ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের কৃষ্ণা থাপা, মোঃ আবিজিদ রহমান, মোঃ আবু হানিফ ও মোঃ মতিউর রহমান মামুনকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে বেলেরুশের গ্র্যান্ড মাস্টার কোভালেভ ভ্লাদিশ্লাভ, গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব যথাক্রমে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের সুবেদি রাজান, উতেন, কুশাথা নিকেন ও মিজানুর রহমানকে পরাজিত করেন।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস যথাক্রমে বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও জাবেদ আল আজদেকে পরাজিত করেন। বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ও মোঃ মাসুম হোসেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও তিতাস ক্লাব ৪ পয়েন্টে করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাউন্ডের খেলায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার ম্যাক্সিম লুগভস্কয় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আমরারিস শর্মাকে পরাজিত করেন।

জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, সম্রাট ঘোরাই ও মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মাস্টার খুশেনখোজায়েভ মুহাম্মদ ও অনত চৌধুরীর সাথে ড্র করেন। তিতাস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে পরাজিত করে।

তিতাস ক্লাবের পক্ষে আন্তর্জাতিক মাস্টার অক্ষত কামপারিয়া ও আন্তর্জাতিক মাস্টার রাকেশ কুমার জেনা যথাক্রমে সোনারগাঁও চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও শেখ রাশেদুল হাসানকে পরাজিত করেন। সোনারগাঁও চেস ক্লাবের কৃষ্ণা থাপা তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন এবং সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার ইউনুস হাসান তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীর সাথে ড্র করেন। শেখ রাসেল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে পরাজিত করে।

শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে আন্তর্জাতিক মাস্টার রাকেশ কুলকার্নি ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন ও ইয়াসীন আরাফাত যথাক্রমে একসেস চেস ক্লাবের সোহাম ভট্টাচার্য, স্বর্নাভো চৌধুরী ও আহমেদ ওয়ালিজাকে পরাজিত করেন। একসেস চেস ক্লাবের সৌরথ বিশ্বাস শেখ রাসেল চেস ক্লাবের প্রনব শেঠীকে পরাজিত করেন। আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়