শিরোনাম
◈ চিত্রনায়িকা ববি ও প্রযোজক বাশারের কল রেকর্ড ফাঁস (অডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তে চার দেশকে আমন্ত্রণ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ফেসবুকের জনপ্রিয় ব্যঙ্গাত্মক পাতা ‘সুইজারল্যান্ড প্রবাসী’র নেপথ্যে আসলে কারা? ◈ ছেলের হাতে প্রাণ গেল বাবার, ছেলেকে বাঁচাতে ছিনতাইয়ের নাটক সাজালো মা (ভিডিও) ◈ যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে মেলেনি অনেক হিসাব, হতাশ রাজনৈতিক বিশ্লেষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ◈ ভারতে জু‌নিয়র বিশ্বকাপ হ‌কি খেল‌বে না পা‌কিস্তান, নাম তুলে নিলো ◈ সিএনজি অটোরিকশা রক্ষায় ছিনতাইকারীদের সঙ্গে লড়ে গেলেন চালক, আপ্রাণ চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ বাবার জম্মবা‌ষিকী পালন ক‌রে বাসায় ফেরার প‌থে গরুর সঙ্গে বাইকের ধাক্কায় ব্রাজিলিয়ান ফুটবলারের মৃত্যু ◈ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন?

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৭ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাল্যবিয়ে থেকে পালানো মেয়ের স্বর্ণজয়

দেশ রূপান্তর : সহপাঠীদের সঙ্গে বেনী দুলিয়ে স্কুলে যাওয়ার বয়সে তাকে বসাতে চেয়েছিল বিয়ের পিড়িতে। তবে বাল্যবিবাহের বলি হতে চায়নি ষষ্ঠ শ্রেণীতে পড়া মেয়েটি। বিয়ের দিন-তারিখও ঘনিয়ে আসে। সে সময়ই নিজ জেলা চুয়াডাঙ্গায় দেখেন চলছে আরচারির প্রতিভা অন্বেষণ কর্মসূচী। হয়তো সেখানেই মুক্তির পথ দেখছিলেন ইতি। যোগ দেন উন্মুক্ত ট্রায়ালে। স্থানীয় এক কোচের সহযোগিতায় তীর-ধনুকের প্রথম পরীক্ষায় উতরেও যান।

তারপরও বিয়ের চাপ চলতেই থাকে। তাই তিনি বিয়ের পিড়ি থেকে পালিয়ে যান। ‘নিশানাভেদটা’ সেদিন ভালো করেছিলেন বলে কোচের মাধ্যমেই চলে আসেন জাতীয় পর্যায়ে। প্রতিভা বুঝতে পেরেই তাকে দলে নিয়ে নেন তীরন্দাজ সংসদ। সেখানেই তার আরচারির পাঠ। সেখান থেকেই আজ তিনি দক্ষিণ এশিয়ার সেরা আরচারদের একজন।

মাত্র ১৪ বছর বয়সে ইতি অংশীদার হয়েছেন বাংলাদেশের দু’টি দলগত সোনার পদকের। সোমবার তার সামনে হাতছানি একক ইভেন্টে সেরা হওয়ার।

খোদ আরচারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ইতিকে পরিচয় করিয়ে দিতে চান ‘বিস্ময় বালিকা’ হিসেবে। কাল মেয়েদের রিজার্ভ দলগত ইভেন্টে সোনা জয়ের পর তারকা রোমান সানার সঙ্গে জিতেছেন মিক্সড টিম সোনা।

তীরন্দাজ সংসদের আরচার ইতিকে নিয়ে অনেক কথাই বলেছেন চপল, ‘ইতি আসলে একটা বিস্ময় বালিকা। এত অল্প বয়সে এখানে কেউ খেলেনা। ২০১৭ সালে প্রতিভা অন্বেষণের সময় তাকে পেয়েছি। সোহেল আকরাম নামে এক কোচ চুয়াডাঙ্গায় খোঁজ পান ইতির। তিনিই আমার বড় ছেলেকে ওই সম্পর্কে জানালেন। আমার ছেলেও তাকে পরিচর্জার ভার নিয়ে নিল। শুনেছি তখনই নাকি ওর বিয়ে পাকা হয়ে গিয়েছিল। অল্প বয়সে বিয়ে থেকে বাঁচতেই তিনি আরচারিকে অবলম্বন করেছিলেন। বড় বিপদ থেকে এই খেলাটাকে তাকে বাঁচিয়েছে। তাই আজ এর ঋণ শোধ করলো ইতি।’

ইতিকে কেবল দক্ষিণ এশিয়ার সেরা হিসেবেই দেখতে চান না চপল। ওর মাঝে সহজাত প্রতিভা দেখতে পেয়েই ওকে দিয়ে আকাশ ছোঁয়ার কথা বললেন চপল, ‘ইতির তো স্বপ্ন ও কারো মতো হবে না। ও নিজের মতো করেই একসময় বিশ্বকে কাঁপিয়ে দেবে। ওর বাবা-মা একসময় ওকে বিয়ে দিতে চেয়েছিল। আর ও চেয়েছিল পড়ালেখা করে মানুষ হতে। আর এখন ও রীতিমত দেশ বরেণ্য আরচারে পরিণত হয়েছে’।

ইতি আসলে বড় রেসের ঘোড়া সেটা বোঝা গেছে যখন সেমিফাইনালে তিনি সদ্য এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২০২০ অলিম্পিকের কোটা প্লেস পাওয়া ভুটানি আরচার কারমাকে ৬-০ সেটে হারিয়ে দেন।

চপল বলেন, ‘যদি আপনারা ওর কালকের খেলা দেখতেন। ভুটানের কারমা অলিম্পিকে নাম লিখিয়েছে। তার কারণেই ইতি কোটা পায়নি। সেই প্রতিশোধটাই আজ নিয়ে নিল ইতি।’

ইতির মধ্যে চপল দেখেন এক সময়ের দেশ সেরা আরচার শেখ সজিবের মতো প্রতিভা। তবে তিনি চান না ইতি সজিবের মতোই অল্পসময়েই ইতি টানুক ক্যারিয়ারের। বরং স্বমহিমায় উজ্জ্বল হয়ে ইতি হোক আরচারির নতুন নক্ষত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়