শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মতো বাংলাদেশের সঙ্গে দিবারাত্রী টেস্ট খেলতে চায় পাকিস্তানও

রাকিব উদ্দীন : আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এ সফর নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও ইতিমধ্যে পাকিস্তান বাংলাদেশকে দিবারাত্রী টেস্ট খেলার জন্য প্রস্তাব দিয়েছে। বিষয়টি জানায় ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পিসিবি ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিবারাত্রির টেস্ট আয়োজনের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। এই ম্যাচটির ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে করাচির ন্যাশনাল স্টেডিয়ামের কথা।

নিরপত্তাজনিত কারণে পাকিস্তান সফর নিয়ে শঙ্কা থাকায় পর্যবেক্ষক দল পাঠিয়েছে বিসিবি। এর ফলাফল অবশ্য এখনও হাতে পায়নি বোর্ড। তাদের প্রতিবেদন অনুযায়ী শীঘ্রই আসবে সফরে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত। যদিও ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তান সফরে যেতে নারাজ। গেলেও টেস্ট সিরিজ খেলতে চান না তারা।

এমতাবস্থায় সিরিজ মাঠে গড়ানো নিশ্চিত হওয়ার আগেই পাকিস্তান দিয়ে বসেছে গোলাপি বলের টেস্টের প্রস্তাব। গোলাপি বলে বাংলাদেশের রেকর্ডও ভালো নয়। নিজেদের সর্বশেষ টেস্টে কলকাতার ইডেন গার্ডেনসে দিবারাত্রী টেস্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচটিতে অবশ্য তিনদিনেই হারে টাইগাররা।

পাকিস্তানের পেস বান্ধব উইকেটে দিবারাত্রির টেস্ট খেলতে বাংলাদেশ সম্মতি জানাবে কি না- এটি তাই আপাতত বড় এক প্রশ্ন। বিসিবি অবশ্য পিসিবি প্রস্তাবের বিপরীতে এখনো মুখ খুলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়