শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানের পিকে অতিষ্ঠ গুয়াহাটি প্রশাসন, রোড ডিভাইডার ঢাকা হলো প্লাস্টিকে

সালেহ্ বিপ্লব : আসামের রাজধানী গুয়াহাটি এমনিতে সাজানোগোছানো সুন্দর শহর। কিন্তু একটা বড়ো সমস্যা শহরের পান খাওয়া লোকজন। যেখানে সেখানে পানের পিক ফেলতে অভ্যস্ত তারা। আর গুটখা (পানমশলা) যারা খান, তারাও সমানে পিক ফেলে রাস্তাঘাট, রোড ডিভাইডার দাগে দাগে ভরিয়ে তোলেন। সারাবছর যাহোক তাহোক, গুয়াহাটি প্রশাসন অন্তত আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত পানের পিক থেকে মুক্তি চায়। কারণ সেদিন রাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই শহরের সমস্ত রোড ডিভাইডার ঢেকে দেয়া হয়েছে প্লাস্টিক দিয়ে। এনডিটিভি

আসাম সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকছেন জাপানের বেশ কজন বিশিষ্ট ব্যক্তি। মেহমানদের স্বাগত জানাতে শহরজুড়ে সাজসজ্জা করা হয়েছে। রোড ডিভাইডারগুলো সাদাকালো রঙে সাজানো হয়েছে। কিন্তু এই সাজসজ্জা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। পানের পিকে বিতিকিচ্ছিরি হয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। পথচারীরা পানের পিক ফেলছেন, গাড়ির জানালা দিয়েও সমানতালে পিক ফেলে যাচ্ছেন পানখোররা। বেমক্কা এই উৎপাতে মহাঅতিষ্ঠ গুয়াহাটি পৌর কর্তৃপক্ষ, একাধিক বার রং করিয়েও কাজ হয়নি। ফের পানের পিকে রঞ্জিত রোড ডিভাইডার। তবে চটজলদি সমাধানও বের করে ফেলেছেন কর্মকর্তারা, ডিভাইডারগুলো ঢেকে দিয়েছেন প্লাস্টিক দিয়ে।

এই পদ্ধতিতে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। কারণ এবার পানের পিক পড়ছে প্লাস্টিকের ওপর। তবে কর্মকর্তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন এই ভেবে যে, প্লাস্টিক বদলে দিলেই আবার সব ঠিকঠাক চেহারায় ফিরে আসছে। ধারণা করা হচ্ছে, এভাবেই সৌন্দর্য্য ধরে রেখে প্রধানমন্ত্রীসহ অতিথিদের স্বাগত জানানো সম্ভব হবে।

শহরবাসীর আচরণে বেশ ক্ষেপেছেন পৌরসভা কর্তৃপক্ষ। তারা বলেছেন, কিছু মানুষের বদ অভ্যাসের জন্য এই পদক্ষেপ তাঁরা নিতে বাধ্য হয়েছেন। শহরের সৌন্দর্য সচেতন মানুষও পান ও গুটখা সেবনকারীদের আচরণে বিরক্ত । এক কলেজ শিক্ষার্থী বলেছেন, এধরনের অবিবেচক মানুষদের বিরুদ্ধে শহরের সৌন্দর্যহানি এবং দৃশ্যদূষণের মামলা করা উচিত। এতে যদি তাদের হুঁশ ফেরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়