স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে দলে ফিরে দুর্দান্ত ফর্মে আছেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। আগের ম্যাচে গোলের দেখা পাওয়ার পর মন্টপেলিয়রের সঙ্গেও দলের হয়ে প্রথম গোল এনে দিলেন তিনি। প্রতিপক্ষের ম্যাচে শনিবার ম্যাচটি ৩-১ গোলে জেতে পিএসজি। ফ্রান্সের শীর্ষ লিগে এটি টমাস টুখেলের দলের টানা চতুর্থ জয়। এই জয়ে শীর্ষ স্থানটিও আরো মজবুত করে নিলো।
শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পায়নি পিএসজি। বরং উল্টো ৪১ মিনিটে গোল খেয়ে বসে। লেয়ান্দ্রো পারেদেসের গোলে এগিয়ে যায় মন্টপেলিয়র।
অবশেষে ৭৪তম মিনিটে পঁচিশ গজ দূর চমৎকার ফ্রি-কিকে সমতা ফেরান নেইমার। লিগে চলতি মৌসুমে এটি ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। ৭৬তম মিনিটে নেইমারের পাস থেকে নিচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। চলতি মৌসুমে লিগে এটি তার সপ্তম গোল। ৮১তম মিনিটে এই ফরাসি ফরোয়ার্ডের ক্রস থেকে দলের তৃতীয় গোলটি করেন ইকার্দি।
লিগে ১৬ ম্যাচে ১৩ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।