শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াপাড়া শরনার্থী শিবিরে প্রতিপক্ষের গুলিতে নিহত১, রোহিঙ্গা শিশুসহ গুলিবিদ্ধ-২

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার)  : কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া শরনার্থী শিবিরে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।এ সময় শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে।আহত দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃইকবাল হোসাইন।

ক্যাম্পের একাধিক সূত্র জানা যায়,পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরুল আলম নিহত হওয়ার পর থেকে অপর একটি ডাকাত গ্রুপ তার ভাই শামসুর ওপর ক্ষিপ্ত ছিল।শামসুকে লক্ষ্য করে গুলি চালালে রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃৃৃত ঘোষণা করেন।রশিদ ও শামসুল আমিনকে সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।এদিকে নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

আহত গুলিবিদ্ধরা হলেন,নয়াপাড়া শরনার্থী শিবিরের এইচ ব্লকের এমআরসি নম্বর০৪৪০৮, ৬২৭নম্বর শেডের ৮নম্বর রোমের বাসিন্দা হাফেজ আহমদের ছেলে মোঃ রশিদ (১৩), এমআরসি নম্বর -৪৬০৪৩, ৬৭৭নম্বর শেডের ১নম্বর রোমের বাসিন্দা মৃত ছৈয়দ হোছন প্রকাশ লাল বুইজ্জার ছেলে শামসুল আমিন (৩২) ও অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃইকবাল হোসেন বলেন,নয়াপাড়া শরনার্থী শিবিরের এইচ ব্লকে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।গুলিবিদ্ধ হয়েছে এক শিশুসহ দুইজন।তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়