শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েদের পিস্তল ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতলেন আঁখি

আক্তারুজ্জামান : নেপালে চলমান এসএ গেমসের ষষ্ঠ দিন দারুণ এক কীর্তি গড়ছেন শুটার আরদিনা ফেরদৌস আঁখি। দক্ষিণ এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের পিস্তলের একক ইভেন্ট থেকে বাংলাদেশকে প্রথম রুপা এনে দিয়েছেন এই শুটার। সাতদোবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে সেরা হন ভারতের পারমানানথাম।

মেয়েদের পিস্তল থেকে গত এসএ গেমসের দলগত ইভেন্ট থেকে রুপা পেয়েছিল বাংলাদেশ। শিলং-গুয়াহাটির আসরে আরমিন আশা ও তুরিং দেওয়ানকে সঙ্গে নিয়ে রুপাটি জিতেছিলেন আঁখি।

এসএ গেমসের ত্রয়োদশ আসরে শুটিং থেকে এ নিয়ে চতুর্থ রুপা পেল বাংলাদেশ। এর আগে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত, ছেলেদের ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশন (দলগত) ও মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত থেকে রুপা এসেছিল।

পদকের লড়াইয়ে আঁখির শুরুটা ভালো ছিল না। তবে একে একে ভারত ও পাকিস্তানের প্রতিযোগীরা ছিটকে পড়ায় আত্মবিশ্বাস বাড়তে থাকে বলে জানালেন ২৬ বছর বয়সী এই শুটার।‘যখন দেখছিলাম ভারতের অনেক সিনিয়র শুটাররা বের হয়ে যাচ্ছেন, তখন মনে হয়েছে হয়তো একটু ভাল করছি। তখন একটু নাভার্সনেস চলে এসেছিল। মনে হচ্ছিল এখন মেডেলের দিকে যাচ্ছি। শেষ দুই শট আল্লাহর ভরসায় পিস্তলটা তুলেছি আর মেরেছি।’

গত আসরে পিস্তলের ব্যাটারিতে সমস্যা হওয়ায় একটি শট নিতে পারেননি আঁখি। বাদ পড়ে যান। কাঠমান্ডু-পোখারার আসরে খেলতে আসার আগেও পিস্তলে সমস্যা দেখা ছিল। দুর্ভাগ্য পিছু নিয়েছে-এমন ভয়ও পেয়ে বসেছিল এআইইউবিতে পড়া শুটারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়