শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। উপজেলার জাউয়াবাজার এলাকায় বৃস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিক গ্রুপ ও পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

দুপুরে জাউয়াবাজারের খিদ্রাকাপন এলাকায় সুনামগঞ্জ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট গ্রুপের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে বিকেল সাড়ে ৩টায় স্থানীয় নেতা-কর্মীরা একটি প্রচার মিছিল নিয়ে জাউয়াবাজার অতিক্রম করছিল। ঠিক ওই সময়ে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক গ্রুপের নেতা-কর্মীরা ওই মিছিলে বাঁধা প্রদান করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে আ’লীগের দু’গ্রুপ লাটি-সোঠা ও ইটপাঠকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়। সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় জাউয়াবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। আতংকে বন্ধ করে রাখা হয় বাজারের অধিকাংশ দোকান-পাঠ। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৭৬ রাউন্ড টিয়ারশেল ও শর্টগানের গুলি নিক্ষেপ করে। আহতদের কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ও চিকিৎসা দেয়া হয়েছে।

এমপি মানিক গ্রুপের যুবলীগের সভাপতি ও জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন জানান, আমাদের এমপি মুহিবুর রহমান মানিককে কটূক্তি করে প্রতিপক্ষ জাউয়াবাজারে একটি মিছিল বের করলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাঁধা দেয়ার পর সংঘর্ষ শুরু হয়।

জাউয়াবাজার ইউনিয়ন আ’লীগের (মকুট গ্রুপ) সভাপতি রেজা মিয়া তালুকদার জানান, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সাহেবকে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। ওই মিছিলে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের নেতৃত্বে আমাদের মিছিলে হামলা চালানো হয়েছে।

থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। সূত্র: ড্রিমসিলেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়