শিরোনাম
◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ! ◈ হরভজন সিং‌য়ের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার মে‌হে‌দি হাসান ◈ ১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস ◈ ইসরাইল ১২ দিনের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু দাবি ইরানের, মোসাদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া ◈ এনসিপি নেতাদের উপহাস করার অভিযোগে দিনাজপুরের এএসপি প্রত্যাহার ◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা, ফিরেছেন কোহলি ও ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক : আজ থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক টেস্ট। প্রথমবারের মতো গোলাপি বল দিয়ে ফ্লাড লাইটের আলোতে টেস্ট ম্যাচ খেলবে দুই দল। এই ম্যাচ শেষে টাইগাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ে ব্যস্ত থাকবে। আর অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এই স্কোয়াডে দলে ফিরেছেন অধিনয়াক বিরাট কোহলি ও পেসার ভুবনেশ্বর।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার ভুবনেশ্বর। তবে এই সিরিজ দিয়ে ফিরছেন তারা।

আগামী ৬ ডিসেম্বর প্রথম টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে ভারত। যথাক্রমে ৮ ও ১১ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের ম্যাচ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যথাক্রমে ১৮ ও ২২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মানিষ পান্ডে, ঋষভ প্যান্ট, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর।

ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মানিষ পান্ডে, ঋষভ প্যান্ট, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়