শিরোনাম
◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত ◈ ভারমুক্ত হলেন তারেক রহমান, দায়িত্ব পেলেন চেয়ারম্যান পদের ◈ সিআরআইয়ের মাধ্যমে ‘মুজিব ভাই’ সিনেমায় ব্যয় করা হয়েছে ৪২১১ কোটি ◈ উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০১৯, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা, ফিরেছেন কোহলি ও ভুবনেশ্বর

স্পোর্টস ডেস্ক : আজ থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক টেস্ট। প্রথমবারের মতো গোলাপি বল দিয়ে ফ্লাড লাইটের আলোতে টেস্ট ম্যাচ খেলবে দুই দল। এই ম্যাচ শেষে টাইগাররা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়ে ব্যস্ত থাকবে। আর অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। এই স্কোয়াডে দলে ফিরেছেন অধিনয়াক বিরাট কোহলি ও পেসার ভুবনেশ্বর।

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও পেসার ভুবনেশ্বর। তবে এই সিরিজ দিয়ে ফিরছেন তারা।

আগামী ৬ ডিসেম্বর প্রথম টি-টুয়েন্টি দিয়ে সিরিজ শুরু করবে ভারত। যথাক্রমে ৮ ও ১১ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ১৫ ডিসেম্বর চেন্নাইয়ের ম্যাচ দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। যথাক্রমে ১৮ ও ২২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মানিষ পান্ডে, ঋষভ প্যান্ট, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও ওয়াশিংটন সুন্দর।

ওয়ানডে স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মানিষ পান্ডে, ঋষভ প্যান্ট, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মাদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়