লাইজুল ইসলাম: অনেকটা ‘বাধ্য হয়ে’ পেঁয়াজের দাম বাঁধলেন শ্যামবাজারের পাইকাররা। মাসখানেকের বেশি অস্বাভাবিক দাম চলার পর এতে লাগাম টানতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ঢাকার প্রধান পাইকারি বাজার শ্যামবাজারের ব্যবসায়ীরা।
এই পদক্ষেপের ফলে নতুন পেঁয়াজ ওঠার আগে অস্থিরতার শেষ পর্যায়ে এসে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।
গতকাল (বৃহস্পতিবার) রাতে পেঁয়াজের দাম নির্ধারণের জন্য জরুরি বৈঠকে বসে আড়ৎদার সমিতি। সেখানে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকে আপাতত মিশর, চীন ও তুরস্কের পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৯০ টাকার মধ্যে বিক্রি করবেন এই বাজারের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলেন, “সরবরাহ সঙ্কটের কারণে বাজার অস্থিতিশীল হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু এর জন্য আড়ৎদারদের জেল-জরিমানা করা হচ্ছে। প্রচুর বদনাম রটানো হচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে আলোচনা করে মূল্য নির্ধারণ করে দিয়েছি। এই কাজটি আরও এক মাস আগে করতে পারলে আরও ভালো হত।”
শ্যামবাজারের মতো ঢাকার অন্যান্য পাইকারি বাজার এবং চট্টগ্রামসহ দেশের অন্যান্য বাজারেও একই ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহŸান জানান তিনি।