শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরগান-মালান ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেলো নিউজিল্যান্ড

আক্তারুজ্জামান : কুড়ি-বিশের ক্রিকেটে আবারও রুদ্রমূর্তি রূপ ধারণ করলো ওয়ানডে ক্রিকেটের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে জ্বলে উঠলো ইংলিশ বাহিনী। আর তাতে ছারখার হয়ে গেলো টিম সাউদির দল। ইয়ন মরগান ও ডেভিড মালানের ১৮২ রানের জুটিতে ২৪১ রানের বড় সংগ্রহ পেয়েছিলো ইংল্যান্ড। জবাবে স্বাগতিক নিউজিল্যান্ড মাত্র ১৬৫ রানে গুটিয়ে গেছে। ৭৬ রানের জয়ে ২-২ এ সমতা আনলো ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রোববার।

শুক্রবার নেপিয়ারের ম্যাক্লিন পার্কে টস জিতে সফরকারী ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের সেনাপতি টিম সাউদি। শুরুতে জনি বেয়ারস্টো ফিরে যাওয়ায় মনে হচ্ছিলো সাউদি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ভুল ভাঙতে বেশি দেরি হয়নি। দলীয় ৫৮ রানে টম বন্টনকে ফেরান স্যান্টনার। এরপর ক্রিজে এসে হাল ধরেন ডেভিড মালান ও ইয়ন মরগান।

আর তাতেই টর্নেডো নামে নেপিয়ারে। দুজন মিলে খেলেন মাত্র ৭৪টি বল। তাতে রান আসে ১৮২! দুজন মিলে ১৩টি ছক্কা ও ১৬টি চার মারেন। ইনিংস শেষ হওয়ার ২ দুই বল বাকি থাকতে মরগানকে ফেরান সাউদি। কিন্তু ততক্ষণে প্রায় আড়াইশ রানের কোটা ছুঁয়ে ফেলে স্কোর। ৪১ বলে ৯১ রান করে মরগান ফিরলেও মালানকে পরাস্ত করতে পারেননি কেউই। ৫১ বলে ৯টি চার ও ৬টি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন ডেভিড মালান।

জবাব দিতে নেমে গাপটিল ও মুনরো অর্ধশত রানের শুরু এনে দিলেও বিপর্যয় এড়াতে পারেনি স্বাগতিকরা। ইংল্যান্ডের জার্সিতে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ম্যাট পার্কিনসনের তোপে পড়ে দেড়শ রানের পরেই গুটিয়ে যায়। মুনরো ২১ বলে ৩০ রান করেন। আর শেষদিকে ১৫ বলে ৩৯ রান করে হারের ব্যবধান কমান টিম সাউদি। পার্কিনসন ৪টি উইকেট নেন। এছাড়া জর্ডান ২টি, স্যাম কারান, টম কারান ও প্যাট ব্রাউন একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়