শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ বছর পর কালকিনিতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

এইচ এম মিলন, কালকিনি : বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত পৌর এলাকার ডাকবাংলার মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়।
জেলা ইতজেমা কমিটির আয়োজনে ইজতেমা সফল করার লক্ষে সকল প্রকার প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। ইজতেমাকে ঘিরে ধর্মপ্রাণ তাবলিগ-মুসল্লিরা মিলে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের থাকার জন্য সুব্যবস্থার আয়োজন করেছেন। ইজতেমাকে ঘিরে চারপাশে অস্থায়ী দোকানিরা নানা রকম খাবারের পরসা সাজিয়ে বসেছেন।

ইতজেমায় বিভিন্ন দেশের কয়েক লাখ মুসল্লিদের সমাগম ঘটেছে চোখে পরার মতো। মুসল্লিদের আল্লাহর জিকিরে-জিকিরে মুখরিত হয়ে উঠেছে পুরো উপজেলা। ইজতেমার লোকজনের ভিড়ে উপজেলা সদর কানায়-কানায় ভড়ে গেছে।

তাদের স্বাস্থ্যের সুরক্ষা দিতে কয়েকটি মেডিকেল টিম মাঠে কাজ করছেন। এ দিকে অপ্রিতিকর ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। মুসল্লিদের নিরাপত্তা দিতে সকল কার্যক্রম সম্পন করেছেন তারা। এছাড়া, ইজতেমাকে ঘিরে মুসল্লিসহ সকল শ্রেণি পেশার লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। ইজতেমায় প্রথম দিনে বাদ আসর বয়ান প্রদান করবেন ঢাকার কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ ও মাওলানা আবদুলালাহ।

আয়োজক ব্যবস্থাপনা কমিটির মাদারীপুর জেলা সুরাহের প্রফেসর সামছুদ্দিন ও প্রফেসর মোশারফ হোসেন বলেন, ইজতেমা তিন ব্যাপি শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমরা মুসল্লিদের সুবিধার্থে সব কিছু প্রস্তুত।

কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন মৃধা বলেন, ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনি নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়