শিরোনাম
◈ সাঁতারের পোশাকে প্রথম ফ্যাশন শো সৌদিতে ◈ ওএমএস বিতরণে গাফলতি হলে জেল জরিমানার হুশিয়ারি খাদ্যমন্ত্রীর ◈ তৃতীয় দেশ দু-একশ জনকে আশ্রয় দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে উৎসাহিত করছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: ওবায়দুল কাদের ◈ বর্জ্য ব্যবস্থাপনার সামান্য অর্থ বাঁচাতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না: প্রধানমন্ত্রী ◈ পাকিস্তানে বাস দুর্ঘটনায় একই পরিবারের ১৪ সদস্য নিহত ◈ ২১ মে ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার ঝুঁকিতে ৪ কোটি ২০ লাখ বাংলাদেশি: গবেষণা

ডেস্ক রিপোর্ট : গ্রিন হাউস কার্বন নিঃসরণ কমানো না গেলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের চার কোটি বিশ লাখ মানুষ প্রতি বছর বন্যার ঝুঁকিতে থাকবেন। যা আগের পূর্বাভাসের চেয়ে আটগুণ বেশি। মঙ্গলবার প্রকাশিত নতুন এক গবেষণায় এই আশঙ্কার কথা উঠে এসেছে। প্রতিবেদনে উঠে এসেছে, এই সময়ের মধ্যে বিশ্বের ৩০ কোটি মানুষ বন্যার ঝুঁকিতে থাকবে। যা পূর্বের গবেষণার চেয়ে তিনগুণ বেশি। আগের গবেষণায় ৮ কোটি মানুষ বন্যার ঝুঁকিতে থাকবেন বলে দাবি করা হয়েছিল। বাংলা ট্রিবিউন

গবেষণাটি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও ক্লাইমেট সেন্ট্রাল। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, কোস্টালডিইএম নামের নতুন একটি ডিজিটাল উচ্চতা মডেলের সাহায্যে এই গবেষণা সম্পন্ন করা হয়েছে।

ক্লাইমেট সেন্ট্রালের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ৪ কোটি ২০ লাখ মানুষ এই শতাব্দীর মাঝামাঝিতে বছরে অন্তত একবার লবণাক্ত পানির বন্যায় আক্রান্ত হতে পারেন। এই সময়ের মধ্যে উপকূলীয় বন্যার উচ্চতা বৃদ্ধি পাবে। ঢাকা ও চট্টগ্রামের একাংশ বন্যার ঝুঁকিতে পড়বে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রতি বছর উপকূলীয় বন্যার ঝুঁকিতে রয়েছে ২৩ কোটি ৭০ লাখ মানুষ। এর আগের এক গবেষণার চেয়ে এই সংখ্যা ১৮ কোটি ৩০ লাখ বেশি।

এতে বলা হয়েছে, পুরো শতাব্দিজুড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকা, দীর্ঘস্থায়ী বন্যার বিস্তৃতি এবং সাগরে আরও বেশি ভূমি স্থায়ীভাবে হারিয়ে যাবে। ২১০০ সালের মধ্যে ২০ কোটি মানুষের আবাস স্থায়ীভাবে জোয়ারের উচ্চতার সীমার নিচে চলে যাবে। এশিয়ার জন্য খারাপ খবর। বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১৫ কোটি ১০ লাখ মানুষের আবাসস্থল পানির নিচে তলিয়ে যেতে পারে।

ক্লাইমেট সেন্ট্রালের বিজ্ঞানী ও প্রতিবেদনটির প্রধান গবেষক স্কট কাল্প বলেন, এই পর্যালোচনায় উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের ফলে শহর, অর্থনীতি, উপকূল ও পুরো বিশ্ব কীভাবে পরিবর্তিত হতে পারে সেটির সম্ভাব্য ধারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়