শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে পিয়ারসন স্কুল লিডারস্ কনফারেন্সে ঢাকার ১০টি স্কুলের অংশগ্রহণ

সাইদুল ইসলাম, লন্ডন: ২২ এবং ২৩ অক্টোবর ২০১৯ ব্রিটিশ কারিকুলামের অন্যতম বিখ্যাত এওয়ার্ডিং বডি পিয়ারসন স্কুল লিডার্স কনফারেন্স ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মানব দক্ষতা বিকাশের লক্ষ্যকে সামনে রেখে উইন্ডসরের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত এ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন ব্রিটিশ কারিকুলামে বিশ্যবাপি শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান পিয়ারসন এর অধিভুক্ত ৩৩টি দেশের বিদ্যালয়ের চেয়ারম্যান, হেড অফ স্কুল, পরিচালক এবং শিক্ষক প্রতিনিধিগণ।

বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলসহ প্রথম সারির ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন প্রতিনিধি এই আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল এর চেয়ারম্যান জনাব খান মোহাম্মদ আখতারুজ্জামান এবং সিইও ও হেড অব স্কুল জনাব মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ তাদের বক্তব্যে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন এবং শিক্ষা ব্যবস্থায় তাদের অনবদ্য অবদানের জন্য উপস্থিত সকলের কাছে প্রশংসিত হোন।

পিয়ারসনের সার্বিক তত্বাবধানে আমন্ত্রিত বক্তা হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেনারেল কোয়ালিফকেশন প্রডাক্ট ম্যানেজমেন্ট ডাইরেক্টর রবের্তা টমাস, প্রফেসর রোজ লুকিন, চার্লস লিডবিয়েটার, ড. জন টেইলর, কারিন জর্জ, ওয়েন হেনকেল, ড. ক্রিস্টেন ডিকরেবোসহ আরো অনেকে।

উল্লেখ্য, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের তুলনায় একটু অন্যরকম। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের মানবিক গুণাবলী অর্জনের লক্ষ্যে ধর্মীয় শিক্ষা ও হিফজ বিভাগের সুযোগ বিদ্যমান। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়