শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে উদ্বোধন হচ্ছে ঢাকা মদিনা ফ্লাইট

লাইজুল ইসলাম: বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ প্রতি বছর বাংলাদেশ থেকে মক্কা ও মদিনায় ওমরাহ ও হজ করতে যান। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। সৌদি সরকার বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করায় এ রুটে যাত্রী সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের কথা চিন্তুা করে ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট শুরু করছে বাংলাদেশ বিমান। দুপুরে এটি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান সূত্রে জানা গেছে, এতদিন উড়োজাহাজ স্বল্পতার কারণে এই রুটে ফ্লাইট চালু করা যায়নি। ক্রবর্ধমান যাত্রী বৃদ্ধির কারণেই এই রুট চালু করা হচ্ছে। এছাড়া ৩১ অক্টোবর থেকে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটেও চালু হবে বিমানের ফ্লাইট।

বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, ঢাকা-মদিনা ফ্লাইট প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে তিন দিন সোমবার, বুধবার ও শনিবার এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম ফ্লাইট চলবে বৃহস্পতিবার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর সোয়া একটায় বিমানের ফ্লাইটটি ছেড়ে মদিনার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছাবে। আবার মদিনার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া সাতটায় ফ্লাইটটি ছেড়ে পরের দিন ভোর চারটা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। একই শিডিউলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে চট্টগ্রাম-মদিনা ফ্লাইটটি পরিচালিত হবে।

তিনি আরো জানান, ২৭১ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-মদিনা-ঢাকা ও চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে ইকোনমি ক্লাসের রিটার্ন টিকিট সর্বনিম্ন ভাড়া ৬০৫ ও ৬২২ মার্কিন ডলার।
বিমানের সব বিক্রয় কেন্দ্র, ট্রাভেল এজেন্ট, অনলাইনে বিমানের কল সেন্টার (মোবাইল: ০১৭৭৭৭১৫৬১৩-৬) থেকে ঢাকা-মদিনা-ঢাকা রুটের টিকিট কেনা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়