শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে ক্লাস চলাকালীন নিয়মিত ছাত্র ছাড়া বহিরাগতদের প্রবেশ না করার অনুরোধ

জয়নুল হক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস চলাকালীন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নিয়মিত ছাত্র ছাড়া বহিরাগত ও দর্শনার্থীদের প্রবেশ না করার অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার কেন্দ্র এবং সবার জন্য উন্মুক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্তচিন্তা চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার স্থানও বটে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় বিশ হাজার শিক্ষার্থীর তুলনায় বর্তমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন আকারে ছোট। এমতাবস্থায়, ক্লাস চলার সময় অর্থাৎ সকাল ৮:০০টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত দর্শনার্থী, বর্তমানে ছাত্র নয় এমন ব্যক্তি এবং যাদের দাপ্তরিক কাজ নেই তাঁদেরকে ক্যাম্পাসে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এর আগে (১১ সেপ্টেম্বর) বুধবার রাত সাড়ে ১০টার পর সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

জানা যায়, দেশের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থিত হওয়ায় বিভিন্ন বহিরাগতদের আনাগোনা, পোগোজ স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অবাধ বিচরণ ও সদরঘাট বিভিন্ন লোকের ভিড় আর সাবেক ছাত্রদের অপরাজনীতির কারণে নিয়মিত ছাত্র ছাড়া ক্যাম্পাস চলাকালীন সময়ে ছাত্র নয় এমন কেউ প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন জবি প্রশাসন।

এবিষয়ে জবির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের সুবিধার্থে ও তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়