শিরোনাম

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০১৯, ০৪:৩৩ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০১৯, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে আবরারের দাফন সম্পন্ন, গ্রামবাসীদের বিক্ষোভ

আব্দুম মুনিব, কুষ্টিয়া ও মহসীন কবির : কুষ্টিয়ায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরপর গ্রামবাসী এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে। ডিবিসি টিভি

মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে আবরার ফাহাদের মরদেহবাহী গাড়িটি কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ এলাকার নিজ বাড়িতে পৌঁছায়। সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ আল-হেরা জামে মসজিদে ফাহাদের ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ফাহাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এরআগে রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার ভোরে শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। তিনি শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে তিনি স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়