মুকুল হায়দার : কর্মব্যস্থতার জন্য অনেক সময় অনেক মা-বাবাই তাদের শিশু সন্তানদের সময় দিতে পারেন না।অথবা সব সময় শিশুকে কোলে নিয়ে বসে থাকতে পারেন না। অথচ বসতে শেখার আগ পর্যন্ত একটি শিশুকে দিনের বেশির ভাগ সময় কোলে নিয়ে থাকতে হয়।
এ সময় অতিগুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলেও আমরা করতে পারি না।যে সব দম্পতি এ ধরণের সমস্যায় পড়েছেন তাদের সমস্যা সমাধানের জন্য ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেটিতে ইতিমধ্যেই লাইক পড়েছে ৬৫ হাজার এবং কমেন্ট করেছেন ১৯ হাজার।
তাই কথা না বাড়িয়ে এবার আসুন দেখা যাক, কীভাবে আপনার শিশুকে ঘন্টাখানেক বিনোদন দেওয়া যায়?- সূত্র: ইউটিউব, সম্পাদনায়: রাশিদ
https://www.facebook.com/kineducom/videos/399154730712160/