শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সামনে তামিমকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিে টের সব ফরমেটে সর্বোচ্চ রানের মালিক দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সেই তামিমই থাকছেন না আগামীকাল থেকে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। তার অনুপস্থিতিতে এই সিরিজে তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি দিচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ব্যাট হাতে আর মাত্র ৮৬ রান করতে পারলেই তামিমকে টপকে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন সাকিব।
বাংলাদেশের হয়ে ৭১ টি-টোয়েন্টিতে এক হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন তামিম। তার রয়েছে একটি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৭২ ম্যাচে এক হাজার ৪৭১ রান করেছেন। যেখানে ৮টি

হাফ সেঞ্চুরির মালিক তিনি।

মূলত এই সিরিজে তামিম ইকবাল অনুপস্থিত থাকার কারণে সাকিবের শীর্ষে ওঠা অনেকটাই সময়ের ব্যাপার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

৭৬ ম্যাচে এক হাজার ২৫১ রান সংগ্রহ করেছেন তিনি। তার রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পর তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।

৭৭ টি টোয়েন্টিতে এক হাজার ১৩৮ রান করেছেন মুশফিক। তার রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। অপরদিকে সাব্বিরের সংগ্রহ ৪১ ম্যাচে ৯০৬ রান। ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের অংশগ্রহণে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানদের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়