শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সামনে তামিমকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিে টের সব ফরমেটে সর্বোচ্চ রানের মালিক দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সেই তামিমই থাকছেন না আগামীকাল থেকে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। তার অনুপস্থিতিতে এই সিরিজে তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি দিচ্ছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ব্যাট হাতে আর মাত্র ৮৬ রান করতে পারলেই তামিমকে টপকে দেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন সাকিব।
বাংলাদেশের হয়ে ৭১ টি-টোয়েন্টিতে এক হাজার ৫৫৬ রান সংগ্রহ করেছেন তামিম। তার রয়েছে একটি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৭২ ম্যাচে এক হাজার ৪৭১ রান করেছেন। যেখানে ৮টি

হাফ সেঞ্চুরির মালিক তিনি।

মূলত এই সিরিজে তামিম ইকবাল অনুপস্থিত থাকার কারণে সাকিবের শীর্ষে ওঠা অনেকটাই সময়ের ব্যাপার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

৭৬ ম্যাচে এক হাজার ২৫১ রান সংগ্রহ করেছেন তিনি। তার রয়েছে ৩টি হাফ সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পর তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও সাব্বির রহমান।

৭৭ টি টোয়েন্টিতে এক হাজার ১৩৮ রান করেছেন মুশফিক। তার রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। অপরদিকে সাব্বিরের সংগ্রহ ৪১ ম্যাচে ৯০৬ রান। ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।

উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের অংশগ্রহণে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানদের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়