শিরোনাম
◈ পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক প্রতিবেদন: ৪৯ জনের দায়, ভারতীয় গোয়েন্দা সম্পৃক্ততা ও শীর্ষ রাজনীতিকদের নাম প্রকাশ ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্তে উঠে এলো সোহেল তাজের নামে ইউনিফর্ম তৈরির নতুন বিস্ফোরক তথ্য ◈ খালেদা জিয়া যেসব সুবিধা পাবেন ভিভিআইপি হিসেবে ◈ ইরানি মসজিদগুলোতে কেন ফিরোজা - নীল রঙ ব্যবহার করা হয়? ◈ হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো ◈ প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দে‌বেন ১১ ডিসেম্বর, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির জা‌র্সিতে ইং‌লিশ লি‌গে হালান্ডের শত গোলের রেকর্ড  ◈ যুক্তরাষ্ট্র যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে ◈ হালা‌ন্ডের গো‌লের রেকর্ড, ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির রোমাঞ্চকর জয় ◈ আতলেতিকোকে ৩-১ গো‌লে হারা‌লো বার্সেলোনা 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির সিদ্ধান্তে যেমন প্রতিক্রিয়া ফ্র্যাঞ্চাইজিদের

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ডিসেম্বরের ৬তারিখে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু এবারের আসরটি হবে ভিন্ন রকমের। কারণ কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না এই আসরে। বঙ্গবন্ধুর নামে হবে এবারের বিপিএল। গতকাল এমনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে তার এমন সিদ্ধান্তে ক্ষুব্দ ও হতাশ ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা মনে করছেন বিসিবি যদি এমনি করবে তবে আগে তাদের যোগাযোগ করার দরকার ছিলো।

আগের বছরের ফ্র্যাঞ্চাইজিুগলোর সঙ্গে সব চুক্তি বাতিল করেছে বিসিবি। নতুন করে আবার চার বছরের জন্য চুক্তি করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। এই জন্য ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বৈঠকও করেছিলো বিপিএল গভর্নিং বডি। জানতে চেয়েছিলো বিপিএল ভালোভাবে এগিয়ে নিতে তাদের ভাবনা কী। সবার সঙ্গে বসার পর বিসিবি সিদ্ধান্ত নিয়েছে এ বছর বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিই রাখবে না।

বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, বিসিবির এ সিদ্ধান্ত তারা জেনেছে সংবাদমাধ্যমে। তারা মনে করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে একবার অন্তত তাদের জানানো যেত। রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমিদ আজিজুল হক বলেনন, ‘এটা নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। গত বছর বিসিবির সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তবুও এবার তারা আমাদের ডেকেছিলো। আমাদের যুক্তিগুলো তাদের জানিয়েছিলাম। তারা এমন সিদ্ধান্ত নেবে, জানতাম না। এমন সিদ্ধান্ত তারা নিতেই পারে। তাদের সঙ্গে আমাদের কোনো কিছুর বাধ্যবাধকতা নেই। যেহেতু আমাদের সঙ্গে বসেছিলো সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের একবার জানালে ভালো হতো।’

সিলেট সিক্সার্সও প্রায় একই কথা বলছে। চুক্তির মেয়াদ যেহেতু শেষ, বিসিবির সিদ্ধান্ত নিয়ে ইতিবাচক-নেতিবাচক কোনো মন্তব্য করতে রাজি নন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ, ‘আমাদের এখনো এটা জানানো হয়নি। জানলে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। আমাদের কারও চুক্তি নেই বিসিবির সঙ্গে। টুর্নামেন্ট যেহেতু বিসিবির, তারা যেটা বলবে সেটা আমরা অনুসরণ করবো। তবে ধারণা করেছিলাম কোনো সিদ্ধান্ত নেয়ার আগে বিসিবি আমাদের জানাবে।’

সিলেট অবশ্য অবাক হয়নি বিসিবির এই সিদ্ধান্তে। তারা আঁচ করতে পারছিলো নতুন কিছু হতে পারে। এ কারণে খেলোয়াড়দের দলে ভেড়ানোর উদ্যোগ সেভাবে তারা নেয়নি। তবে রংপুর রাইডার্স আঁট ঘাট বেঁধেই নেমেছিলো। জানা গেছে, বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে সাকিব আল হাসানকে ঢাকা থেকে নিজেদের দলে ভিড়িয়েছিলো। সাকিবের চুক্তির পরই বাধলো যত গোল। এখন তো বিসিবি কোনো ফ্র্যাঞ্চাইজি রাখছে না। সে নিয়ম অনুযায়ী সাকিবের সঙ্গে রংপুরের চুক্তিও তাই থাকছে না। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তে তারা ভীষণ ক্ষুব্ধ।

তবে রংপুরের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক এখনই কোনো প্রতিক্রিয়া জানাতে চাইলেন না, ‘বিসিবির সিদ্ধান্ত জেনেছে। এখনই এটা নিয়ে কিছু বলতে চাই না। আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানি না। মাত্রই শুনেছি। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে নিই, তারপর আপনাদের জানাবো।’ সূত্র : প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়