শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’সপ্তাহের বিশ্রামে নাঈম হাসান

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন তরুন স্পিনার নাঈম হাসান। আঙুলে চোট নিয়েই খেলেছিলেন পরের ইনিংসও। এই ইনজুরি গুরুতর হওয়ায় দুই সপ্তাহের মাঠের বাইরে চলে গেলেন এই অফ স্পিনার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার ইনজুরি নিয়ে জানান, আপাতত দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাঈমকে।

চিকিৎসক বলেন, ‘ওর আঙুল আড়াআড়ি ভাবে ভেঙে গেছে। এসব ক্ষেত্রে জোড়া লাগতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। ওকে আবার ২৪ সেপ্টেম্বর দেখা করতে বলেছি। এই কদিন কিছুই করতে পারবে না। ২৪ তারিখ অবস্থা দেখে ওকে ট্রেনিং সূচি করে দেব আমরা। এই মাসে আর খেলতে পারবে না নিশ্চিতভাবেই। জাতীয় লিগে দু-একটি ম্যাচেও খেলা নিয়ে শঙ্কা থাকছে।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের দলে নেই নাঈম। পরের ম্যাচেগুলোতে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেল এই চোটে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারে জাতীয় লিগ। নভেম্বরে ভারত সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে জাতীয় লিগের পারফরমেন্স বিবেচনায় নেয়া হতে পারে গুরুত্ব দিয়ে।

খেলা চলার সময় খুব দৃশ্যমান হয়ে ফুটে ওঠেনি নাঈমের এই চোট। চিকিৎসা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এই অফ স্পিনার শোনালেন চোটের ঘটনা। নাঈম বলেন, ‘প্রথম দিন সকালেই লেগেছিলো এই চোট। দ্বাদশ ওভারে বোলিং করছিলাম যখন, সৌরভ ভাইয়ের (মুমিনুল হক) একটি থ্রো ধরতে গিয়ে আঙুলে লাগে। তখনই বুঝতে পারছিলাম, বাজে কিছু হয়েছে। অনেক ব্যথা করছিলো। পরে দিন শেষে এক্সরে করিয়েই ধরা পড়ে চিড়।’

তিনি আরো বলেন, ‘টেস্টের প্রথম দিনিই যেহেতু চোট তাই কিছু করার ছিলো না। খেলতে হতোই। আঙুলে শক্ত করে টেপ পেঁচিয়ে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছি। বোলিংয়ের চেয়ে বেশি সমস্যা হয়েছিলো ব্যাটিংয়ে। বিশেষ করে হাতে একটু ঝাঁকিমতো পেলেও প্রচণ্ড ব্যথা লেগেছে। ’

চিড় ধরা আঙুল নিয়ে খেলে দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন নাঈম। ২৪ সেপ্টেম্বর আবার চিকিৎসক দেখানোর আগের এই সময়টুকু কাটাবেন নিজ শহর চট্টগ্রামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়