শিরোনাম
◈ ইরানের রাজধানী তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল ◈ নির্বাচনে চাপমুক্ত দায়িত্ব পালনের নিশ্চয়তা চায় পুলিশ: ভোটের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা ◈ বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সামাল দিতে না পারলে হিতে বিপরীত হতে পারে  ◈ আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়েছে, ডিভোর্সের পর প্রাক্তন স্বামীকে নিয়ে বিস্ফোরক বক্সার মেরি কম ◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’সপ্তাহের বিশ্রামে নাঈম হাসান

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন তরুন স্পিনার নাঈম হাসান। আঙুলে চোট নিয়েই খেলেছিলেন পরের ইনিংসও। এই ইনজুরি গুরুতর হওয়ায় দুই সপ্তাহের মাঠের বাইরে চলে গেলেন এই অফ স্পিনার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী তার ইনজুরি নিয়ে জানান, আপাতত দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে নাঈমকে।

চিকিৎসক বলেন, ‘ওর আঙুল আড়াআড়ি ভাবে ভেঙে গেছে। এসব ক্ষেত্রে জোড়া লাগতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। ওকে আবার ২৪ সেপ্টেম্বর দেখা করতে বলেছি। এই কদিন কিছুই করতে পারবে না। ২৪ তারিখ অবস্থা দেখে ওকে ট্রেনিং সূচি করে দেব আমরা। এই মাসে আর খেলতে পারবে না নিশ্চিতভাবেই। জাতীয় লিগে দু-একটি ম্যাচেও খেলা নিয়ে শঙ্কা থাকছে।’

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের দলে নেই নাঈম। পরের ম্যাচেগুলোতে থাকার সম্ভাবনাও শেষ হয়ে গেল এই চোটে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবারে জাতীয় লিগ। নভেম্বরে ভারত সফরের টেস্ট দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে জাতীয় লিগের পারফরমেন্স বিবেচনায় নেয়া হতে পারে গুরুত্ব দিয়ে।

খেলা চলার সময় খুব দৃশ্যমান হয়ে ফুটে ওঠেনি নাঈমের এই চোট। চিকিৎসা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় এই অফ স্পিনার শোনালেন চোটের ঘটনা। নাঈম বলেন, ‘প্রথম দিন সকালেই লেগেছিলো এই চোট। দ্বাদশ ওভারে বোলিং করছিলাম যখন, সৌরভ ভাইয়ের (মুমিনুল হক) একটি থ্রো ধরতে গিয়ে আঙুলে লাগে। তখনই বুঝতে পারছিলাম, বাজে কিছু হয়েছে। অনেক ব্যথা করছিলো। পরে দিন শেষে এক্সরে করিয়েই ধরা পড়ে চিড়।’

তিনি আরো বলেন, ‘টেস্টের প্রথম দিনিই যেহেতু চোট তাই কিছু করার ছিলো না। খেলতে হতোই। আঙুলে শক্ত করে টেপ পেঁচিয়ে, ব্যথানাশক ইনজেকশন নিয়ে খেলেছি। বোলিংয়ের চেয়ে বেশি সমস্যা হয়েছিলো ব্যাটিংয়ে। বিশেষ করে হাতে একটু ঝাঁকিমতো পেলেও প্রচণ্ড ব্যথা লেগেছে। ’

চিড় ধরা আঙুল নিয়ে খেলে দুই ইনিংসে দুটি করে উইকেট নিয়েছেন নাঈম। ২৪ সেপ্টেম্বর আবার চিকিৎসক দেখানোর আগের এই সময়টুকু কাটাবেন নিজ শহর চট্টগ্রামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়