শিরোনাম
◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসুস্থ নেতাকে সুচিকিৎসা জন্য মুক্তি দিতে সরকারের কাছে আহবান জামায়াতের আমীরের

রফিক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমাদ দলের সাবেক এমপি অসুস্থ মাওলানা আবদুস সুবহানকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

জামায়াতের আমীর বলেন, বিশিষ্ট আলেমে মাওলানা আবদুস সুবহান কিছু দিন আগে হঠাৎ করে পড়ে যাওয়ায় তার বাম হাত ভেঙ্গে গিয়েছে। ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তার অসুস্থতায় তার পরিবার-পরিজনসহ দেশের জনগণ গভীরভাবে উদ্বিগ্ন। কারাগারের হাসপাতালের ডাক্তার তাকে বাইরের হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেন। দীর্ঘ দিন পর্যন্ত এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়া হয়নি। পরবর্তীতে তাকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মকবুল আহমাদ বলেন, তিনি দীর্ঘ ৯ বছর যাবত কারাগারে বন্দি আছেন। তিনি সরকারের রাজনৈতিক জুলুম ও প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন জাতীয় নেতা। তিনি পাবনা সদর থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পাবনায় বহু স্কুল-কলেজ, এতিমখানা ও মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা। জনগণের সেবার জন্য তিনি হাসপাতালও প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, তাঁর বয়স বর্তমানে ৯০ বছর। তিনি বার্ধক্যসহ নানা জটিল রোগে আক্রান্ত। একজন বয়স্ক জাতীয় নেতা ও ৫ বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্যকে হাতকড়া পরানো অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে। একজন অসুস্থ মানুষকে এভাবে বেধে রাখা সম্পূর্ণ অমানবিক। একদিকে তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অপরদিকে হাতকড়া পরানো অবস্থায় তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ থেকেও বঞ্চিত।

তিনি মানবিক দৃষ্টিতে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে দেশের একজন বর্ষিয়ান প্রবীণ নেতা হিসেবে তাকে বিশেষ বিবেচনায় মুক্তি দিয়ে উন্নতমানের চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়