মুসবা তিন্নি : পরীক্ষায় নকল ঠেকাতে কত পরিকল্পনাই না করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দেশেই তো দেখা যায় পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ, আগের রাতে ফেসবুক বন্ধ, কেন্দ্রজুড়ে সিসি ক্যামেরার ছড়াছড়ি। তবে, মেক্সিকোর এক শিক্ষক যা করেছেন, তা অন্তত দেখা যায়নি এ দেশে। বাংলা নিউজ২৪
পরীক্ষার্থীরা যেন দেখাদেখি করে লিখতে না পারে, সেজন্য তাদের মাথায় বড়সড় একেকটা কাগজের বক্স বসিয়ে দিয়েছেন তিনি। এ ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছে উত্তর আমেরিকার দেশটিতে। শিক্ষার্থীদের সঙ্গে এমন ব্যবহারে আপত্তি তুলেছেন অভিভাবকরা।
সম্প্রতি মধ্য মেক্সিকোর টিল্যাক্সকালা রাজ্যের একটি স্কুলে ঘটেছে এ ঘটনা। মাথায় কাগজ বেঁধে পরীক্ষা দিয়েছিলেন ব্যাংককের শিক্ষার্থীরা। লুইস জুয়ারেজ টেক্সিস নামে এক শিক্ষক পরীক্ষার সময় শিক্ষার্থীদের মাথায় কাগজের বক্স পরিয়ে দেন, যেন তারা দেখাদেখি করে লিখতে না পারে।
এ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছেন অভিভাবকরা। শিক্ষার্থীদের অপমান করা হয়েছে দাবি করে তারা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
তবে, এ বিষয়ে শিক্ষকের পাশে দাঁড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য কার্যকর অনুশীলন হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তারা। সম্পাদনা :