শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একচল্লিশ পেরিয়ে বিএনপি

বিভুরঞ্জন সরকার: দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি গত ১ সেপ্টেম্বর একচল্লিশ বছর পূর্ণ করেছে। বিয়াল্লিশে পা দেওয়া উপলক্ষে বিএনপিকে শুভেচ্ছা ও অভিনন্দন। মানুষের ক্ষেত্রে সাধারণত শতায়ু কামনা করা হয়। কারণ সাধারণত খুব কম সংখ্যক মানুষই শত বছরের বেশি বাঁচে। কিন্তু রাজনৈতিক দল শত বছরের বেশি বাঁচতে পারে, বাঁচে সে তথ্য আমাদের জানা। কমিউনিস্ট পার্টির বয়স শত বছরের বেশি। ভারতের কংগ্রেসও শত বছর অতিক্রম করছে। মুসলিম লীগও তাই। তবে এই দলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে মুসলিম লীগ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবং মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে চলতে না পারার কারণেই সাধারণত রাজনৈতিক দলগলো প্রাসঙ্গিকতা হারায়, জনবিচ্ছিন্ন হয়ে পড়ে।

আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের দশের অন্যতম দুটি জনপ্রিয় দল। আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রবীণ। বিএনপি আওয়ামী লীগের তুলনায় নবীন। তবে একচল্লিশ বছর একটি রাজনৈতিক দলের জন্য একেবারে কম সময় নয়।

একচল্লিশ বছর বয়স পার করার পরই কারো কারো মনে প্রশ্ন উঠছে, বিএনপির কি আর উত্থানের সম্ভাবনা নেই? অথবা বিএনপি কি মুসলিম লীগের পরিণতি বরণ করবে? আমরা সবাই জানি, মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠিত হলেও পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালির স্বার্থবিরোধী অবস্থান নিয়ে মুসলিম লীগ দ্রুতই এই ভূখণ্ডে নিজের কবর রচনা করে। তারপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। মুসলিম লীগ নামে দল বাংলাদেশে এখনও আছে কিন্তু একেবারেই নাম ও সাইনবোর্ড সর্বস্ব।

আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। বাঙালির শীর্ষ এবং খ্যাতিমান নেতারা এই দলের গৌরবের পতাকা বহন করছেন। সব থেকে বড় কথা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই দলের নাড়িপোতা হয়েছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ এবং আওয়ামী লীগ এখন অবিভাজ্য নাম ও সত্ত্বা। আওয়ামী লীগের বিকাশ ও উত্থান অনেক বন্ধুর পথ ধরেই হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগের নাম মুছে ফলার যে ঘৃণ্য নীলনকশা তৈরি করা হয়েছিলো তা প্রতিহত ও বানচাল করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এবং দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্ভব হয়েছে। আওয়ামী লীগ এখন নতুন প্রাণশক্তিতে বলীয়ান এক নবউত্থিত রাজনৈতিক শক্তির নাম।

অন্যদিকে একচল্লিশ পেরিয়ে বিএনপি এখন এক হতোদ্যম ন্যুব্জ রাজনৈতিক দল। বিএনপি রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে এখন যে দুঃসময় অতিক্রম করছে অতীতে এতো খারাপ সময় আর আসেনি। দলের প্রধাননেত্রী দুর্নীতির মমলায় শাস্তি পেয়ে দুই বছরের বেশি সময় ধরে কারাগারে। দ্বিতীয় প্রধান তারেক রহমান ‘পলাতক'। দন্ডিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় রায় কি হয়, দেখার বিষয়। খালেদা জিয়া অসুস্থ, স্বাভাবিক হাঁটাচলাও করতে পারছেন না বলে জানাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা।

চলৎশক্তিহীন একজন নেত্রী, বহুধাবিভক্ত কোন্দলজর্জরিত একটি দলকে আবার ক্ষমতার কেন্দ্রে নিয়ে যেতে কতোটুকু সক্ষম হবেন সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনীতির নতুন প্রয়োজন বা চাহিদা পূরণের জন্য আধুনিক দৃষ্টভঙ্গি নিয়ে বিএনপি যদি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঘোষণা করতে পারে তাহলে শতবর্ষী বটবৃক্ষ হলেও হতে পারে। তবে বর্তমানে বিপর্যস্ত-পর্যুদস্ত বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়