শিরোনাম
◈ সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান ◈ দেশে গণতন্ত্র, সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: রিজভী ◈ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত ◈ ৭-৮ মাস ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ : বিনার গবেষণায় সফলতা   ◈ মুন্সীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের নিহত ৩, আহত ২ ◈ মার্কিন নির্বাচনে ফলের স্বচ্ছতা নিয়ে ট্রাম্পের সংশয়  ◈ আজ ২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ ◈ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান ◈ ধরে নিয়ে যাওয়া ১২ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি ◈ শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বশির উদ্দিন : মোঃ বশির উদ্দিন,বন্ধুদের সঙ্গে গোসল করতে এসে নগরীর ডেমরায় পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (১৫) নামে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সোয়া ৩ টার দিকে সারুলিয়া শুকুরশী গ্রামের ময়দার মিল সংলগ্ন জলাশয় থেকে মৃতের লাশ উদ্ধার করে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে আব্দুল্লাহকে মৃত অবস্থায় উদ্ধারের পর ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিডফোর্ট হাসপাতাল মর্গে পাঠায় ডেমরা থানা পুলিশ। মৃত আব্দুল্লাহ নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্যম সানারপাড় এলাকার মো. জসিমের ছেলে। এ বিষয়ে সোমবার রাতে ডেমরা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১১ টার দিকে আব্দুল্লাহসহ তার দুই বন্ধু গোসল করতে আসে শুকুরসী এলাকার পুকুরে। বাকি দুই বন্ধু সাতার জানলেও আবদুল্লাহ সাতার জানেনা। তবে পুকুরে থাকা একটি পাইপ ধরে আব্দুল্লাহ গোসল করছিল। এ সময় অসাবধানতাবশতঃ হঠাৎ আব্দুল্লাহ পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওই দুই বন্ধু এলাকাবাসীকে জানায়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানায়, সোমবার দুপুর পৌনে দুই টায় খবর পেয়ে সদর দপ্তর থেকে ডুবুরি দল এনে লাশ উদ্ধারের পর ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ডেমরা ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর লাশ উদ্ধার হয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়