শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা

শাহজালাল ভূঞা : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ড মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলমের জেরা গতকাল সোমবার পঞ্চম দিনেও শেষ হয়নি।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পঞ্চম দিনও আসামি পক্ষের আইনজীবী ফারুক আহম্মদ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ৯২জন সাক্ষীর মধ্যে ৮৭জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলমের সাক্ষ্য প্রদান শেষে গতকাল সোমবার পঞ্চম দিনও জেরা অব্যাহত ছিল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তাকে ষষ্ঠ দিনের মত জেরা করার জন্য দিন ধার্য করা হয়েছে।

আইনজীবী ফারুক আহম্মদ এ মামলার ১৬জন আসামীর মধ্যে রুহুল আমিন ও আফসার উদ্দিন ছাড়া অপর ১৪ জন আসামির পক্ষ হয়ে প্রত্যেকের নাম উল্লেখ করে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা ছাড়াও আসামিপক্ষের আইনজীবী আদালতে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অন্তঃসত্ত্বা আসামি কামরুন নাহার মনিকে বিশেষ সুবিধা দেয়ার জন্য আবেদন করেন।

পিবিআইয়ের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগেই জনসম্মুখে অনেক তথ্য প্রকাশ করেছেন এ কারণে তাঁকে (বনজ কুমার) আদালতে সাক্ষী হিসেবে (কোর্ট উইটিনেস) হিসেবে যেন ডাকা হয়-আসামিপক্ষের একজন আইনজীবী গতকাল আদালতে লিখিত আবেদন করেন। আদালত ওই আবেদন গ্রহণ করে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়