শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা

শাহজালাল ভূঞা : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যাকাণ্ড মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ শাহ আলমের জেরা গতকাল সোমবার পঞ্চম দিনেও শেষ হয়নি।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে পঞ্চম দিনও আসামি পক্ষের আইনজীবী ফারুক আহম্মদ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ৯২জন সাক্ষীর মধ্যে ৮৭জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলমের সাক্ষ্য প্রদান শেষে গতকাল সোমবার পঞ্চম দিনও জেরা অব্যাহত ছিল। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তাকে ষষ্ঠ দিনের মত জেরা করার জন্য দিন ধার্য করা হয়েছে।

আইনজীবী ফারুক আহম্মদ এ মামলার ১৬জন আসামীর মধ্যে রুহুল আমিন ও আফসার উদ্দিন ছাড়া অপর ১৪ জন আসামির পক্ষ হয়ে প্রত্যেকের নাম উল্লেখ করে তদন্ত কর্মকর্তাকে জেরা করেন।

মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা ছাড়াও আসামিপক্ষের আইনজীবী আদালতে এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অন্তঃসত্ত্বা আসামি কামরুন নাহার মনিকে বিশেষ সুবিধা দেয়ার জন্য আবেদন করেন।

পিবিআইয়ের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার নুসরাত হত্যাকাণ্ডের তদন্ত শেষ হওয়ার আগেই জনসম্মুখে অনেক তথ্য প্রকাশ করেছেন এ কারণে তাঁকে (বনজ কুমার) আদালতে সাক্ষী হিসেবে (কোর্ট উইটিনেস) হিসেবে যেন ডাকা হয়-আসামিপক্ষের একজন আইনজীবী গতকাল আদালতে লিখিত আবেদন করেন। আদালত ওই আবেদন গ্রহণ করে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়