শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি শতভাগ নির্মূলে পদক্ষেপ নিয়েছি, বললেন স্থানীয় সরকারমন্ত্রী

জান্নাতুল পান্না: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে দুর্নীতি বিষয়ে জিরো ট্রলারেন্স নীতির কথা বলা হয়েছে। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, দুর্নীতিকে শতভাগ নির্মূলে পদক্ষেপ নিয়েছি।’

শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নাগরিক সেবা নিশ্চিতে স্থানীয় সরকারের করণীয়’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা সবগুলো সংস্থার সঙ্গে সমন্বয় করছি। প্রতিদিনই নতুন নতুন বিষয়ে সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। আমাদের সক্ষমতা ও সামর্থ্য অনুসারে তারা পরস্পরের সঙ্গে কাজ করছে। আমি মনে করি না, কোথাও সমন্বয়হীনতা আছে। যেখানে সমস্যা আছে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। যদি সমন্বয়হীনতা থাকে, সেটিকে আমরা সমন্বয় করবো।’

ডেঙ্গু রোগের বিষয়ে মো. তাজুল ইসলাম বলেন, ‘এটার বিষয়ে সফলতা-ব্যর্থতা বলা যাবে না। সামর্থ্য অনুসারে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এখানে বলা যাবে না, আমি সফল। আমরা তখনই সফল বলতে পারবো, যখন একজন মানুষও আক্রান্ত না হবে। আমি মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই দায়িত্ব নিয়েছি। আমি শতভাগ চেষ্টা করার পরেও যদি সফলতা না আসে, সেটাকে আমি কি করে দাবি করবো- আমি শতভাগ সফল হয়ে গেছি?’

ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সভাপতি মশিউর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রমুখ।

ডেঙ্গু নিয়ন্ত্রণে এমপিদের ভূমিকা নেই- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি আসলে বিষয়টি এমন মনে করছি না। এখনে নির্বাহী দায়িত্বটা হয়তো সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের ওপর বার্তায়। আর সংসদ সদস্যরা সমন্বয় করেছেন বলে আমি জানি। এখন কোথায় করেননি, সেটি আমি বলতে পারবো না। এমন অভিযোগ আমার কাছে আসেনি।’

‘নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এটা ঠিক হতে সময় লাগবে। সবকিছুর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া সবকিছুর জন্য দরকার জনসচেতনতার।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘ঢাকা শহরে স্যুয়ারেজ সিস্টেম নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে। আগে রাজধানীতে যেমন জলাবদ্ধতা হতো, শান্তিনগর এলাকায় পানি জমে থাকতো। এখন নেই। আমাদের সবার সমন্বিত প্রচেষ্টায় জলাবদ্ধতা অনেকটা কমে এসেছে। তবে একেবারেই জলবদ্ধতা মুক্ত হয়নি। অনেক নাগরিক সমস্যা রয়ে গেছে এটা ঠিক। তবে পৃথিবীর এমন কোনো দেশ নেই, যারা বলতে পারবে, তাদের নাগরিক সমস্যার শতভাগ সমাধান করতে পেরেছে।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়