শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম, ভ‌রি এক লাখ ১৯ হাজার ৫শ টাকা ◈ রাইসির মৃত্যু হলে দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট, ৫০ দিনের মধ্যে নির্বাচন ◈ পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: আইজিপি ◈ ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার শিকার  ◈ বিএনপির নেতাকর্মীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি: মির্জা ফখরুল ◈ উপজেলায় ভোট কম পড়ার বড় কারণ বিএনপির ভোট বর্জন: ইসি আলমগীর  ◈ আত্মহত্যা করা জবির সেই অবন্তিকা সিজিপিএ ৩.৬৫ পেয়ে আইন বিভাগে তৃতীয় ◈ ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ এমপি, খুঁজে পেতে ডিবিতে মেয়ে ◈ কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন ◈ গোপনে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, জাহাজ আটকে দিয়েছে স্পেন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমির খানকে মোদীর ধন্যবাদ

মুসফিরাহ হাবীব: দীর্ঘদিন ধরেই সচেতনতামূলক বিভিন্ন কাজ করে আসছেন বলিউড তারকা আমির খান। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধের দাবিতে লম্বা সময় ধরে প্রচার চালাচ্ছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে এ প্রচারে সাড়া দিয়ে সবাইকে সহযোগিতারও আহ্বান জানিয়েছেন এ সুপারস্টার।

সংবাদমাধ্যম বলিউড বাবল জানায়, আমির খান এ একাত্মতা প্রকাশ করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। সেইসঙ্গে মোদী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার না করতেও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এক টুইট বার্তায়।

এর আগে আমির খান এক টুইট বার্তায় মোদীর উদ্যোগে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধের অভিযানে সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। আমিরের মতে, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা আমাদের সবার দায়িত্ব।’

আমিরের সেই টুইট বার্তাই রিটুইট করেন ভারতের প্রধানমন্ত্রী। ধন্যবাদ জানিয়ে লেখেন, আমিরের এই সর্মথন অভিযানকে আরো বেগবান করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়