আমিরুল ইসলাম : চলতি অর্থ বছরে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়লেও দেশের বাজারে ভিভো ফোনের খুচরামূল্যে এর প্রভাব পড়েনি। আগের মূল্যহারেই বিক্রি হচ্ছে চীনা মোবাইলসেট নির্মাতা কোম্পানির স্মার্টফোনগুলো।
গত ২ আগস্ট দেশের বাজারে নতুন ফোন ভিভো এস১ বিক্রি শুরু করেছে কোম্পানিটি। আন্তর্জাতিক মূল্যের সমান্তরালেই এর মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের বাজেটে নতুন ১৫ শতাংশসহ মোট ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রভাব এর খুচরা মূল্যের উপর পড়েনি। হেলো ফুল ভিউ ডিসপ্লে এবং অনন্য স্টাইলের ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ডায়মন্ড ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু রঙে মোবাইলটি পাওয়া যাচ্ছে। এছাড়া ভিভোর ভি১৫, ভি ১৫ প্রোসহ অন্য ফোনগুলোও আগের দামেই বিক্রি হচ্ছে।
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডিউক বলেন,‘ গ্রাহকের সাধ ও সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো ফোনটি বাজারে উন্মুক্ত করার ব্যাপারে আগ্রহী। স্টাইল ও মানের ব্যাপারেও আমরা আপোষহীন। এস১ ফোনে এর প্রতিফলন ঘটেছে। পাশাপাশি অর্থবাজেটে যে অতিরিক্ত আমদানি শুল্কহার আরোপ করা হয়েছে তাও গ্রাহকদের ঘাড়ে চাপানো হয়নি। এটি নিশ্চিতভাবেই তাদেরকে স্বস্তি দেবে।’
সম্পাদনা : লিয়ন মীর