শিরোনাম

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন ঘন একাদশ পরিবর্তন না করে ক্রিকেটারদের সুযোগ দেয়া উচিত, কোহলিকে বললেন সৌরভ গাঙ্গুলি

শিউলী আক্তার : অধিনায়ক হিসেবে সফল হয়েছেন ভারতের ডানহাতি ব্যাটসম্যান বিরাট কোহলি। এই পর্যন্ত ৪৬টি টেস্ট ম্যাচের নেতৃত্ব দিয়েছেন। ২৬ ম্যাচ জিতে সফলও হয়েছেন তিনি। আরেকটি ম্যাচ জিতলেই ছুঁয়ে ফেলবেন আরেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে একেক সময় একেক একাদশ নিয়ে মাঠে নামেন কোহলি। এতোবার একাদশ পরিবর্তন না করার জন্য কোহলিকে আহ্বান করলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মুম্বাইয়ে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেছেন, একাদশ নির্বাচনের ব্যাপারে কোহলিকে আরও বেশি স্থিতিশীল মনোভাব দেখাতে হবে।

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় এই বিষয়ে কোহলির আরও স্থিতিশীল হওয়া দরকার। ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেয়া উচিত, এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে। এটা আমি আগেও বলেছিলাম। ওয়ানডে সিরিজে শ্রেয়াস আইয়ার দারুণ খেলেছেন। তার মতো আরও ক্রিকেটারকে এভাবে সুযোগ দেয়া উচিত। আশা করি কোহলি এটা করবেন।’

অ্যান্টিগা টেস্টে কুলদীপ যাদবের বাদ পড়ায় খানিকটা বিস্মিত গাঙ্গুলি, ‘কুলদীপের বাদ পড়া আমাকে অবাক করেছে। শেষবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। সিডনির ব্যাটিং সহায়ক উইকেটে এটা করা সহজ ছিলো না। তবে জাদেজাও ভালো ফর্মে আছেন। অ্যান্টিগার পিচে গতদিন তিনজন পেসারের দরকার ছিলো। কারণ পিচে যথেষ্ট সিম মুভমেন্ট ছিলো, স্পিনাররা ততোটা ভালো করতে পারেনি।’

কুলদীপের মতো বাদ পড়েছেন আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। কোহলির এমন সিদ্ধান্ত কতটুক ফলপ্রসূ হবে, সেটাই দেখার অপেক্ষায় গাঙ্গুলি, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার রেকর্ড অসাধারণ। এমন রেকর্ডের পরেও অশ্বিনকে বাদ দেয়া কতটুক সঠিক, সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। একাদশে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের  এমন লড়াইটা অবশ্য দলের জন্যই ভালো। জাদেজা এই পিচে কীভাবে বোলিং করে উইকেট নেয় সেটাই দেখার বিষয়। কারণ সময় যত গড়াবে এই পিচে অসমান বাউন্স দেখা দেবে।’ সম্পাদনা : মারুফুল/সোমা

  • সর্বশেষ
  • জনপ্রিয়