শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০১৯, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটু আশ্বস্ত হলাম এটা জেনে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেঁচে আছেন

জুনাইদ আহমেদ পলক : ২০০৪ সালের ২১শে আগস্ট বিকেলে সিংড়া উপজেলায় সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান আলী চাচার স্মরণসভার আয়োজন করেছিলাম। সিংড়া উপজেলা অডিটোরিয়ামে স্মরণ সভায় বক্তব্য চলছিলো। আকস্মিক ঢাকা থেকে একটি দুঃসংবাদ আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছিলো! আমরা জানলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে! প্রানপ্রিয় নেত্রী আর নেই! দুঃসংবাদটি শোনার পর মুহূর্তেই এলোমেলো হয়ে গেলো সবকিছু!ক্ষোভে,দুঃখে, জীবনের মায়া ত্যাগ করে ,বুকে সাহস নিয়ে প্রাণপ্রিয় নেত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে উত্তরবঙ্গের মধ্যে সিংড়ায় আমরাই প্রথম বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছিলাম। আমাদের বিক্ষোভ মিছিলটি যখন সিংড়ার বাসস্ট্যান্ড এর কাছে পৌঁছালো তখন আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপি জামায়াত সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে, গুলি করে ও বোমা হামলা চালায়।

আমিসহ আমাদের নেতা কর্মীরা মারাত্মক আহত অবস্থায় রাজশাহী মেডিকেল এ চিকিৎসাধীন ছিলাম। সেখানেই জানতে পারি পরেরদিন ২২শে আগস্ট দুপুর আড়াইটায় সিংড়া থানায় আমি (জুনাইদ আহমেদ পলক) সহ তৎকালীন সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, মজিবর রহমান চাঁদ, বাবু কাশিনাথ দাস, এড. জিল্লুর রহমান, লেলিন, ডন, চাঁন্দু, সোহেল, জাহাঙ্গীর, জাহিদুল ইসলাম, লেমন, আশুতোষ, খোকন, আরিফ, শরীফ, মমতাজ ও অরূপকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। ১৫ দিন আগে আমার প্রথম সন্তান অপূর্ব জন্ম গ্রহণ করেছিলো, আমি পিতা হয়েছিলাম, ১৫ দিনের শিশু সন্তান কে রেখে ফেরারী হতে হলো! তবে একটু আশ্বস্ত হলাম এটা জেনে যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেঁচে আছেন।

আহত হয়েছেন অগণিত আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী ও সাধারণ জনগণ, নিহত ২৪ জন। সারাদেশে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে কাজ করেছি তাদের উপর সীমাহীন নির্যাতন চালিয়েছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। ফেরারী অবস্থায় ঢাকায় এসে সুধাসদনে প্রাণপ্রিয় নেত্রীর সাথে দেখা করলাম। নেত্রীকে দেখার পর যেন প্রাণটা ফিরে পেলাম। সেই দুঃসময়ে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী মাঠে নামতে বা প্রতিবাদ করতে সাহস করেনি। তখন তারা কেউ কোনদিন কল্পনাও করতে পারেনি যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে! কষ্ট হয় যখন দেখি, সেই সময় যারা বিএনপি জামায়াতের সাথে আতাত করে চলতো আজ তাদের মধ্যে অনেকেই নেতৃত্ব পাওয়ার অসম প্রতিযোগিতায় ষড়যন্ত্রে লিপ্ত এবং দলে বিভেদ করার জন্য ব্যস্ত! মহান আল্লাহ পাক ২১ আগস্টের হামলায় নিহত সকল শহীদদের বেহেস্ত দান করুন। জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করুন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার তৌফিক দান করুন।আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়