শিরোনাম
◈ গাজা উদাহরণ টেনে বাংলাদেশকে ‘সবক শেখানো’র হুমকি, শুভেন্দুকে ঘিরে তীব্র সমালোচনা ◈ ওসমান হাদি হত্যার মূল ২ আসামি ভারতে পালিয়েছে, মেঘালয়ে গ্রেপ্তার ২: ডিএমপি ◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাগুয়ার কাণ্ডে নতুন মোড়, আরসালান নয় গাড়ি চালাচ্ছিলো তার বড় ভাই

আহমেদ শাহেদ : বৃষ্টির রাতে দুরন্ত গতির জাগুয়ারের ধাক্কায় ২ বাংলাদেশির মৃত্যুর ঘটনা নাটকীয় মোড় নিল। পুলিশ তদন্তের পর নিশ্চিত হয়েছে যে যাকে তারা এতদিন দোষী বলে মনে করছিলো সেই আরসালান পারভেজ নয়, গাড়ি চালাচ্ছিল তার দাদা রাঘিব পারভেজ। সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন তথ্য খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে পুলিশ। তার ভিত্তিতে রাঘিবকে গ্রেপ্তার করেছে তারা।

শুক্রবার গভীর রাতে কলকাতায় প্রবল বৃষ্টিতে শেক্সপিয়র সরণিতে একটি বেপরোয়া গতির জাগুয়ার প্রথমে ধাক্কা মারে একটি মার্সিডিজে। তারপর পুলিশ ডেস্কের তলায় দাঁড়িয়ে থাকা ১ বাংলাদেশি যুবক ও ১ বাংলাদেশি যুবতীকে পিষে দেয়। এই ঘটনার তদন্তে নেমে গাড়িটির সূত্র ধরে পুলিশ কলকাতার অন্যতম মোঘলাই রেস্তোরাঁ চেনের মালিকের ছোট ছেলে আরসালান পারভেজকে গ্রেপ্তার করে।

বুধবার জয়েন্ট সিপি ক্রাইম জানান, তাঁরা ওই এলাকার রাস্তার সিসিটিভিসহ আশপাশের বাড়িতে লাগানো ব্যক্তিগত সিসিটিভিগুলোর ফুটেজও যোগাড় করেন। তারপর তা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। সেখানেই একটি ফুটেজে দেখা যায় এক যুবক গাড়িটি থেকে নেমে পালিয়ে গেলো। ওই যুবকের মুখ ও রাঘিব পারভেজের মুখ মিলে যাচ্ছে। তাছাড়া পারভেজদের বাড়ির যে সিসিটিভি রয়েছে তাতেও দেখা গেছে রাতে ওই বাড়ি থেকে রাঘিব পারভেজ গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। আরসালান পারভেজ বাড়িতেই ছিলো। ঘটনার পরদিনই রাঘিব দুবাইয়ে পাড়ি জমায়। পরে ভাই গ্রেপ্তার হয়েছে শুনে কলকাতা ফিরে আসে। এদিকে তদন্তে রাঘিবের কথা জানতে পেরে ও ধৃত আরসালানকে জেরা করে রাঘিবের গাড়ি চালানোর কথা জানতে পারে পুলিশ। সম্পাদনা : খালিদ আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়