শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আসছে ‘টিয়ের গপ্পো’

রেন্টিনা চাকমা : আন্না পুনমের ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ টিয়ার গপ্পো’। এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি । ১৬ মিনিটের এই চলচ্চিত্রটির মূল বক্তব্য হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা। এছাড়া বেছে নেয়া হয়েছে ফয়েজ আহম্মদের ছড়া ‘টিয়ে, যেটিও চলচ্চিত্রের মূল বক্তব্যকে তুলে ধরবে। তবে ছড়া নয়, গান হিসেবে ছড়াটিকে পাবেন দর্শকরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সুর করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতি নিজেই।

নির্মাতা সোহেল বলেন, ‘শিশুরা ছোটবেলায় টিয়া পাখির মতো মুক্ত হওয়ার স¦প্ন দেখে। ওই দৃষ্টিভঙ্গী থেকে ‘টিয়ে’ ছড়াটি নেয়া হয়েছে। দুষ্টুমি কিংবা আদরের ছলে শিশুকে নির্যাতনের মানসিকতার পরিবর্তন হলে আমরা একটি সুন্দর সমাজ পাবো।’

শিল্পী বেলাল খান বলেন, ‘আমাদের সমাজে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে অনবরত। সে জায়গা থেকে সামাজিক কাজ হিসেবে করা উচিত বলে মনে করেছি। অনেক সময় শিশুরা বাসায় একা থাকে। তখন কিছু মানুষের পাষণ্ড রূপ বেরিয়ে আসে। এই ছোট্ট গল্পে ছদ্মরূপী ভালো মানুষের রূপটিকে বের করে আনা হয়েছে।’

‘টিয়ার গপ্পো’ তৃতীয় গল্প হিসেবে যুক্ত হলো সোহেল রানা বয়াতির স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এর আগে সোহেল নির্মাণ করেছেন আরও দুটি চলচ্চিত্র ‘জল ও পানি’, ‘সেলাই জীবন’।

বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর ইউটিউবে মুক্তি দেয়া হবে চলচ্চিত্রটি । ‘টিয়ার গপ্পো’ গানটি দেখা যাবে ঢালিউড মোশনের ইউটিউব চ্যানেলে । সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়