শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে দরপত্র ছাড়া মাছের পোনা অবমুক্ত করার অভিযোগ

সাদিকুর রহমান সামু : মৌলভীবাজারের কমলগঞ্জে দরপত্র ছাড়া মাছের পোনা অবমুক্ত করার অভিযোগ উঠেছে। সরকারি নিয়মনীতি উপেক্ষা করে কোন প্রচার-প্রচারণা ছাড়াই কমলগঞ্জের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা জেলা মৎস্য কর্মকর্তার যোগসাজসে ১৯ আগষ্ট সোমবার কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয় ও ব্যক্তি মালিকানাধীন পুকুরে সরকারি পোনা অবমুক্ত করা হয়। যা ট্রেন্ডার কমিটির সভাপতি নিজেই জানেন না ট্রেন্ডার ছাড়া পোনা কিভাবে অবমুক্ত হয়।

জানা যায়, প্রতি বছর সরকার নির্ধারিত ১ লক্ষ টাকা প্রতি উপজেলায় পোনা অরমুক্ত করার বরাদ্দ আসলে দরপত্রের মাধ্যমে ট্রেন্ডার আহবান করার কথা থাকলেও কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: আসাদউল্লা মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তার যোগসাজসে কমলগঞ্জ উপজেলায় হঠাৎ করে মৌলভীবাজার থেকে কয়েকটি পলিব্যাগে মাছের পোনা এনে বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করেন।

বরাদ্দকৃত টাকার তুলনায় পোনার পরিমাণ অপ্রতুল। পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলাসহ জেলার অন্যান্য উপজেলায় টেন্ডার আহবান করলেও কমলগঞ্জ উপজেলায় টেন্ডার বিহীনভাবেই মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: আসাদউল্ল্যার সাথে কথা বললে তিনি জানান, সরকারি খামার থেকে পোনা আনলে টেন্ডার লাগে না। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, পোনা অবমুক্তকরণে অংশগ্রহণ করলেও কিভাবে টেন্ডারবিহীন পোনা অবমুক্ত করা হলো তিনি তা জানেন না। তবে বিষয়টি খতিয়ে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়