শিরোনাম
◈ সংসদ সদস্য আজিমের অবস্থান জেনেছে ভারত পুলিশ ◈ মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট ◈ বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারে কী করছিলেন ইরানের প্রেসিডেন্ট প্রকাশ্যে ‘শেষ’ ভিডিও ◈ সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে ফাটল, প্লেন চলাচলে বিঘ্ন ◈ ইসরায়েলি প্রধানমন্ত্রী ও হামাস প্রধানের বিরুদ্ধে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন ◈ নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন: মির্জা ফখরুল ◈ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে ১২ দেশ অংশ নিচ্ছে  ◈ নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় দুই ওসিকে প্রত্যাহার করলো ইসি  ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক ◈ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের বিকল্প হিসেবে ইমরুলকে পছন্দ নয় বিসিবির

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ থেকে তামিমের সড়ে দাঁড়ানোর কারণে তার বিকল্প খুঁজতে বেশ হিমসিম খেতে হচ্ছে বিসিবিকে। ইমরুল কায়েসের নাম উঠলেও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তার বিবর্ণ পারফর্ম্যান্সের কারণেই তাকে ভাবা হচ্ছে না সিরিজটিতে।

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে তামিমের বিকল্প হিসেবে ইমরুল নয়, সাইফ হাসান কিংবা জহুরুল ইসলামকে পছন্দ নির্বাচক হাবিবুল বাশারের। অভিজ্ঞতার বিচারে অবশ্য সাইফের চেয়ে এগিয়ে ৩২ বছর বয়সী জহুরুল। ৭টি টেস্ট এবং ১৪টি ওয়ানডে ছাড়াও তিনি খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। তবে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি ২০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সাইফের।

যদিও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আসরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। সাইফ এবং জহুরুল প্রসঙ্গে একটি বাংলা দৈনিককে বাশার বলেন, ‘ছন্দে থাকলে ইমরুল হতে পারতো ভালো বিকল্প। কিন্তু 'এ' দলের সিরিজে ভালো খেলেনি ইমরুল। এক্ষেত্রে নতুন কাউকে চিন্তা করলে সাইফ আর অভিজ্ঞ হলে জহুরুল ভালো।’

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৩ সালে ওয়ানডে এবং টেস্ট খেলেছেন জহুরুল। তবে থিতু হতে পারেননি সেভাবে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি। আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৫ ম্যাচে ৫৬.৫৩ গড়ে ৭৩৫ রান করেন তিনি। যেখানে ছিল ৩টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরি।

জহুরুলের পাশাপাশি উজ্জ্বল ছিলেন তরুণ সাইফ। ডিপিএলে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যান। ৩টি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরিতে ডিপিএলের শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন তিনি। আর এনসিএলে ৬ ম্যাচে ৩১.২৮ গড়ে ২১৯ রান করেন সাইফ।সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়