শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল অ্যান্ট্রি ভিসার সুবিধা অনুমোদন ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের বিকল্প হিসেবে ইমরুলকে পছন্দ নয় বিসিবির

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ থেকে তামিমের সড়ে দাঁড়ানোর কারণে তার বিকল্প খুঁজতে বেশ হিমসিম খেতে হচ্ছে বিসিবিকে। ইমরুল কায়েসের নাম উঠলেও আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে তার বিবর্ণ পারফর্ম্যান্সের কারণেই তাকে ভাবা হচ্ছে না সিরিজটিতে।

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে তামিমের বিকল্প হিসেবে ইমরুল নয়, সাইফ হাসান কিংবা জহুরুল ইসলামকে পছন্দ নির্বাচক হাবিবুল বাশারের। অভিজ্ঞতার বিচারে অবশ্য সাইফের চেয়ে এগিয়ে ৩২ বছর বয়সী জহুরুল। ৭টি টেস্ট এবং ১৪টি ওয়ানডে ছাড়াও তিনি খেলেছেন ৩টি টি-টোয়েন্টি। তবে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি ২০ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান সাইফের।

যদিও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আসরে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। সাইফ এবং জহুরুল প্রসঙ্গে একটি বাংলা দৈনিককে বাশার বলেন, ‘ছন্দে থাকলে ইমরুল হতে পারতো ভালো বিকল্প। কিন্তু 'এ' দলের সিরিজে ভালো খেলেনি ইমরুল। এক্ষেত্রে নতুন কাউকে চিন্তা করলে সাইফ আর অভিজ্ঞ হলে জহুরুল ভালো।’

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৩ সালে ওয়ানডে এবং টেস্ট খেলেছেন জহুরুল। তবে থিতু হতে পারেননি সেভাবে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তিনি। আবাহনীর জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৫ ম্যাচে ৫৬.৫৩ গড়ে ৭৩৫ রান করেন তিনি। যেখানে ছিল ৩টি সেঞ্চুরি এবং ৩টি হাফসেঞ্চুরি।

জহুরুলের পাশাপাশি উজ্জ্বল ছিলেন তরুণ সাইফ। ডিপিএলে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই ব্যাটসম্যান। ৩টি সেঞ্চুরি এবং ৪টি হাফসেঞ্চুরিতে ডিপিএলের শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন তিনি। আর এনসিএলে ৬ ম্যাচে ৩১.২৮ গড়ে ২১৯ রান করেন সাইফ।সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়