শিরোনাম
◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে? ◈ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার সমর্থনের কারণ জানালো সরকার ◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টুঙ্গিপাড়ায় ৫০ হাজার মানুষের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। এ বি এম মহিউদ্দিন চৌধুরী চ্যারিটেবল ফাউন্ডেশন এর আয়োজন করে।

বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের দুপুরে এই মেজবানে ৫০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা ছিল। দেশের বিভিন্ন জেলা থেকে টুঙ্গিপাড়ায় আগত শোকার্ত মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মেজবানে অংশ নেন।

ফাউন্ডেশনের সেক্রেটারি চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন জানান, তিনি মেজবানের তত্ত্বাবধান করেছেন। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মুসলিম ধর্মাবলম্বীদের খাবারের ব্যবস্থা করা হয়। এ জন্য বুধবার ২০টি গরু জবাই করা হয়। এখানে ছিল ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার (ছোলার) ডাল দিয়ে লাউ আর নলির ঝোল। আর টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা এস এম মুসা হাই স্কুল মাঠে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। তাদের খাবারের মেন্যুতে ছিল মুরগি, সাদা ভাত ও লাউ দিয়ে চনার ডাল। মেজবানের আয়োজনের জন্য বাবুর্চিসহ ৪০ সদস্যের একটি টিম গত মঙ্গলবার টুঙ্গিপাড়ায় পৌঁছায়।

এ ছাড়া মেজবান সফল করতে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও ছেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী চট্টগ্রাম থেকে ১৫ আগস্ট ভোরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। আয়োজনের সব কাজে টুঙ্গিপাড়ার নেতাকর্মীরা আন্তরিকভাবে সহায়তা করেছেন।

১৯৮৪ সাল থেকে টুঙ্গিপাড়ায় মহিউদ্দিন চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে মেজবান শুরু করেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়