শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আমেজের মধ্যে-ই সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ!

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঈদের আমেজ এখনো কাটেনি। এরইমধ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে আবদুল্লাহ মন্ডল (৪৫) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসীরা। নিহত আবদুল্লাহ মন্ডল দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত গোলাম রসুল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে আবদুল্লাহসহ ৫/৬ জন বাংলাদেশি ঠাকুরপুর সীমান্তে গরু আনতে যায়। এ সময় সীমান্তের ৮৯/৯০ মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। বিএসএফের ধাওয়ায় বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন অব্দুল্লাহ।

নিহত আব্দুল্লাহ’র ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, বিএসএফের হাতে ধরা পড়ার পর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে আমরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, নিহত আবদুল্লার শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রণয়ন শেষে মর্গে পাঠানো হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়