শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আমেজের মধ্যে-ই সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ!

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঈদের আমেজ এখনো কাটেনি। এরইমধ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে আবদুল্লাহ মন্ডল (৪৫) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন স্থানীয় গ্রামবাসীরা। নিহত আবদুল্লাহ মন্ডল দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত গোলাম রসুল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে আবদুল্লাহসহ ৫/৬ জন বাংলাদেশি ঠাকুরপুর সীমান্তে গরু আনতে যায়। এ সময় সীমান্তের ৮৯/৯০ মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। বিএসএফের ধাওয়ায় বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন অব্দুল্লাহ।

নিহত আব্দুল্লাহ’র ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, বিএসএফের হাতে ধরা পড়ার পর তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর তার লাশ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে আমরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, নিহত আবদুল্লার শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রণয়ন শেষে মর্গে পাঠানো হবে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান, ঠাকুরপুর সীমান্তে একজন বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধারের খবর আমরা পেয়েছি। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়