শিরোনাম
◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদের কারণে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে কাতারের আমিরকে জানালেন জারিফ

রাশিদ রিয়াজ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ওয়াশিংটনের জন্য কোনো সুফল বয়ে আনেনি বরং উল্টো এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। তিনি সোমবার কাতার সফরে গিয়ে সেদেশের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পরমাণু কর্মসূচি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য আমেরিকার তীব্র নিন্দা জানান। ইরান কাতারসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলেও জানান মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কেমন হতে পারে তেহরান-দোহা সম্পর্ক তার উজ্জ্বল দৃষ্টান্ত।

সাক্ষাতে কাতারের আমির ইরানের সঙ্গে তার দেশের ভ্রাতৃপ্রতীম ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি ইঙ্গিত করে বলেন, মধ্যপ্রাচ্যের নানা সমস্যাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংকট সমাধানে তেহরান-দোহা ঘনিষ্ঠ সম্পর্ক কার্যকর ভূমিকা পালন করতে পারে। শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব রকম সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথাও ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার একদিনের কাতার সফর শেষে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ সফরকে ‘অত্যন্ত গঠনমূলক’ উল্লেখ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কেবলমাত্র এই অঞ্চলের দেশগুলো নিশ্চিত করবে; কোনো বহিঃশক্তি নয়। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়