শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৯:০৫ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদীর কাশ্মীর পরিকল্পনা হিটলারের নাৎসিবাদি ধারণার অনুকরণ, দাবি ইমরান খানের

নূর মাজিদ : অধিকৃত কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নেয়ায় ক্ষোভের ঝড় বইছে প্রতিবেশী পাকিস্তানে। দেশটি বরাবরই বলে আসছে ভারতকে কাশ্মিরের জনতার নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। এই অবস্থায় গতকাল রোববার সিরিজ টুইট বার্তায় পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে বিজেপি, নরেন্দ্র মোদী এবং তাদের হিন্দুত্ববাদি আদর্শ ও কৌশলকে হিটলারের নাৎসিবাদ বলে সমালোচনা করেছেন। খবর : দ্য ডন।

ইমরান খান বলেন, ‘হিন্দু শ্রেষ্ঠত্ববাদ এবং নাৎসিদের আর্য শ্রেষ্ঠত্ববাদি ধারণা, একই মুদ্রার এপিঠ-ওপিঠ। অধিকৃত ভূখন্ডে (কাশ্মীরে) এই আদর্শ নির্যাতন ও শোষণ আরো তীব্র করবে।’

ইমরান হিমালয় অঞ্চলটির ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নেয়ার পদক্ষেপকে হিটলারের লেবেনশ্রাউম পরিকল্পনার ভারতীয় সংস্করণ বলে দাবি করেন।

লেবেনশ্রাউম বা ইউরোপের পূর্বের দেশগুলোর বিস্তীর্ণ ভূমিতে বৃহত্তর জার্মান জনগোষ্ঠীর আবাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হিটলার। নাৎসি ডেথ স্কোয়াড ওয়াফেন এসএস এই ধারণা থেকেই অধিকৃত রাশিয়া, ইউক্রেন, পোলান্ড এবং বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোতে ব্যাপক গণহত্যা চালায়।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহে সংহতি প্রকাশ করতে পাক অধিকৃত আজাদ জম্মু-কাশ্মীর সফর করবেন প্রধানমন্ত্রী ইমরান। ইতিমধ্যেই দেশটি ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। স্থগিত করেছে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আন্তঃসীমান্ত পরিবহন।

গতকাল সহ শুক্র এবং শনিবারেও কাশ্মীরের পার্বত্য অঞ্চল, লাদাখে বিক্ষোভ র‌্যালি হয়েছে। স্থানীয় এক আন্দোলনকর্মী ডনকে জানান, এই সময় নিরাপত্তা বাহিনীর কাঁদুনে গ্যাস এবং লাঠিচার্জে কমপক্ষে ১০জন আহত হন। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়